বিএনপি-জামায়াতের তৃতীয় দফার অবরোধ
রাজধানীতে গণপরিবহন কম, ছাড়ছে না দূরপাল্লার বাস

- আপডেট সময় : ০২:৪০:১৩ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

চলছে বিএনপি-জামায়াতের তৃতীয় দফায় ডাকা ৪৮ ঘণ্টার সর্বাত্মক অবরোধ। রাজধানীতে গণপরিবহন কম, ছাড়ছে না দূরপাল্লার বাস
আজ বুধবার (৮ নভেম্বর) প্রথম দিন রাজধানীর বেশির ভাগ এলাকায় কম যানবাহন চলাচল করতে দেখা গেছে। বিভিন্ন সড়কে সকাল থেকেই যাত্রীবাহী বাস, সিএনজি অটোরিকশা, রাইড শেয়ারিংয়ের মোটরসাইকেল, পণ্যবাহী পিকআপ চলাচল করছে।
অন্যদিকে অবরোধে প্রায় বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। তবে দুই একটি দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে। এদিন সকাল থেকে রাজধানীর গাবতলী, গুলিস্তান, মহাখালী, সায়েদাবাদ বাস টার্মিনাল ঘুরে এমন চিত্র দেখা গেছে।
যাত্রাবাড়ী চৌরাস্তায় মিরপুর রুটে চলাচলকারী শিকড় পরিবহন, গাবতলী রুটে চলাচলকারী গাবতলী এক্সপ্রেস কোম্পানি, ট্যান্সসিলভার বাসগুলোকে যাত্রীর জন্য অপেক্ষা করতে দেখা গেছে। রাস্তায় শিক্ষার্থী ও অফিসগামী যাত্রীদের পর্যাপ্ত উপস্থিতি রয়েছে। গুলিস্তানেও বিভিন্ন রুটের অনেক গাড়িই দেখা গেছে। তবে সেই তুলনায় যাত্রী ছিল না।
অন্যদিকে সায়েদাবাদ বাস টার্মিনাল ছিল প্রায় যাত্রীশূন্য। যদিও বাসের কাউন্টার বেশির ভাগই খোলা রয়েছে।
সায়েদাবাদ টার্মিনালের বাস শ্রমিকরা জানিয়েছেন, বরিশাল, চট্টগ্রাম, কুমিল্লা ও সিলেট রুটে দু-একটি বাস চলছে। মালিকরাও ভয়ে বাস নামাতে চাচ্ছেন না, অন্যদিকে যাত্রীও নেই। তাই সায়েদাবাদ থেকে বাস চলাচল প্রায় বন্ধই বলা চলে। এভাবে আর কতদিন চলবে বুঝতে পারছি না।
আরও পড়ুন: রাজধানীর যান চলাচল স্বাভাবিক
এম.নাসির/৮