ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু :

মারা যাওয়ার পর বাদী বলেছেন মামলাটি মিথ্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লার (৬৪) বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছে বাদী।

গতকাল সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী রনি আক্তার তানিয়া। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবর এই মামলার ধার্য তারিখে এ বিষয়ে শুনানির জন্য রেখেছেন।

বাদীর আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, মামলার বাদী রনি আক্তার তানিয়া মামলাটি চালাতে ইচ্ছুক না বলে প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন।

এদিকে, সোমবার আদালতে তানিয়া আক্তার রনি সাংবাদিকদের বলেন, ‘জসীম, লিটন আর আসাদুজ্জামান আমাকে দিয়ে মামলাটি করিয়েছে। তাদের কারণে মামলা করার পর একটা লোক মারা গেছেন। তাই অনুশোচনা থেকে আমি মামলাটি তুলে নিয়েছি। যারা আমাকে দিয়ে এ মিথ্যা মামলাটি করিয়েছে আমি তাদের শাস্তি চাই।’

মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ২৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তানিয়া।

গত ২৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ছাড়াও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে (৩৫) আসামি করা হয়। পুলিশ গত ৩ অক্টোবর রাতে শহীদুল্লাহকে গ্রেফতার করে চান্দগাঁও থানায় নিয়ে আসে। গ্রেফতারের পর তিনি থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে বেসরকারি পার্কভিউ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নাপুর গ্রামের মোহাম্মদ হাশেমের মেয়ে তানিয়া। তিনি নগরীর এক কিলোমিটার এলাকায় দুলা মিস্ত্রির বাড়িতে বসবাস করেন। তিনি মোহাম্মদ শহীদুল্লার ঘরে গৃহকর্মী ছিলেন দাবি করে এ মামলা করেন।

এম.নাসির/১৭

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

পুলিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যু :

মারা যাওয়ার পর বাদী বলেছেন মামলাটি মিথ্যা

আপডেট সময় : ০১:৪৩:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩

পুলিশ হেফাজতে মারা যাওয়া দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লার (৬৪) বিরুদ্ধে করা মামলাটি প্রত্যাহারের আবেদন করেছে বাদী।

গতকাল সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের ষষ্ঠ আদালতের বিচারক কাজী শরীফুল ইসলামের আদালতে মামলাটি প্রত্যাহারের আবেদন করেন বাদী রনি আক্তার তানিয়া। আদালত আবেদনটি আমলে নিয়ে আগামী ৩০ অক্টোবর এই মামলার ধার্য তারিখে এ বিষয়ে শুনানির জন্য রেখেছেন।

বাদীর আইনজীবী রেজাউল করিম চৌধুরী বলেন, মামলার বাদী রনি আক্তার তানিয়া মামলাটি চালাতে ইচ্ছুক না বলে প্রত্যাহারের আবেদনে উল্লেখ করেছেন।

এদিকে, সোমবার আদালতে তানিয়া আক্তার রনি সাংবাদিকদের বলেন, ‘জসীম, লিটন আর আসাদুজ্জামান আমাকে দিয়ে মামলাটি করিয়েছে। তাদের কারণে মামলা করার পর একটা লোক মারা গেছেন। তাই অনুশোচনা থেকে আমি মামলাটি তুলে নিয়েছি। যারা আমাকে দিয়ে এ মিথ্যা মামলাটি করিয়েছে আমি তাদের শাস্তি চাই।’

মারধর ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে গত ২৯ আগস্ট চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেন তানিয়া।

গত ২৭ সেপ্টেম্বর গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। এ মামলায় দুদকের অবসরপ্রাপ্ত উপ-পরিচালক সৈয়দ মোহাম্মদ শহীদুল্লা ছাড়াও তার শ্যালক মোহাম্মদ কায়সার আনোয়ারকে (৩৫) আসামি করা হয়। পুলিশ গত ৩ অক্টোবর রাতে শহীদুল্লাহকে গ্রেফতার করে চান্দগাঁও থানায় নিয়ে আসে। গ্রেফতারের পর তিনি থানায় অসুস্থ হয়ে পড়েন। পরে বেসরকারি পার্কভিউ হাসপাতালে পাঠানো হলে সেখানে তার মৃত্যু হয়।

বাঁশখালী উপজেলার বাহারছড়া ইউনিয়নের রত্নাপুর গ্রামের মোহাম্মদ হাশেমের মেয়ে তানিয়া। তিনি নগরীর এক কিলোমিটার এলাকায় দুলা মিস্ত্রির বাড়িতে বসবাস করেন। তিনি মোহাম্মদ শহীদুল্লার ঘরে গৃহকর্মী ছিলেন দাবি করে এ মামলা করেন।

এম.নাসির/১৭