ঢাকা ১০:০৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

দেশে ফিরছেন নওয়াজ শরীফ,

লন্ডনে ৪ বছর ছিলেন ‘স্বেচ্ছা নির্বাসনে’

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৯:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১৬ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চার বছর ‘স্বেচ্ছা নির্বাসনে’ কাটানোর পর দেশে ফিরছেন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরীফ। তিনি সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন বলে জানা গেছে। ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তার দল মসলিম লীগ। ২১ অক্টোবর ব্যাপক লোক সমাগম করার পরিকল্পনা রয়েছে তাদের। আজ সকালে সৌদি আরবের প্লেন ধরেন নওয়াজ।

সেখানে উমরাহ করবেন। এরপর দুবাইতে তিন দিন থাকবেন তিনি। পরে একটি চার্টার্ড বিমানে করে পাকিস্তানে ফিরবেন। ২১ অক্টোবর পাকিস্তান ফিরে মিনার ই পাকিস্তান নামে সমাবেশে ভাষণ রাখবেন বর্ষীয়ান এই রাজনীতিক। সেখানে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দলের এজেন্ডা দেবেন নওয়াজ।

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে দলীয় কর্মীরাও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

পিএমএল এন সূত্র জানায়, বুধবার লন্ডন থেকে সৌদি আরবে পৌঁছাবেন নওয়াজ। সেখানে ওমরাহ উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ থাকবেন। ১৮ অক্টোবর দুবাইয়ে পৌঁছাবেন তিনি। এই এক সপ্তাহ সময়ে নির্বাচন নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নওয়াজ বৈঠক করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাপ্ত বেতন ঘোষণা না করায় পাক সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে সরকারি পদে অযোগ্য বলে ঘোষণা করে।

পরে ২০১৮ সালে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ। জেলবন্দি অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৯ সালে চিকিৎসার জন্য শরিফের লন্ডনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হয়। সেখানে যাওয়ার পর আর ফেরেননি সাবেক পাক প্রধানমন্ত্রী।

সূত্র : জিও নিউজ

এএমএন/১২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দেশে ফিরছেন নওয়াজ শরীফ,

লন্ডনে ৪ বছর ছিলেন ‘স্বেচ্ছা নির্বাসনে’

আপডেট সময় : ০৯:০৬:৩২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে চার বছর ‘স্বেচ্ছা নির্বাসনে’ কাটানোর পর দেশে ফিরছেন পাকিস্তান মুসলিম লীগ (নওয়াজ) প্রধান নওয়াজ শরীফ। তিনি সৌদি আরব থেকে দুবাই হয়ে দেশে ফিরছেন বলে জানা গেছে। ২১ অক্টোবর তার দেশে ফেরার কথা রয়েছে।

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুত তার দল মসলিম লীগ। ২১ অক্টোবর ব্যাপক লোক সমাগম করার পরিকল্পনা রয়েছে তাদের। আজ সকালে সৌদি আরবের প্লেন ধরেন নওয়াজ।

সেখানে উমরাহ করবেন। এরপর দুবাইতে তিন দিন থাকবেন তিনি। পরে একটি চার্টার্ড বিমানে করে পাকিস্তানে ফিরবেন। ২১ অক্টোবর পাকিস্তান ফিরে মিনার ই পাকিস্তান নামে সমাবেশে ভাষণ রাখবেন বর্ষীয়ান এই রাজনীতিক। সেখানে আসন্ন নির্বাচন উপলক্ষ্যে দলের এজেন্ডা দেবেন নওয়াজ।

নওয়াজ শরিফকে স্বাগত জানাতে দলীয় কর্মীরাও প্রস্তুতি নিতে শুরু করেছে বলে জানানো হয়েছে প্রতিবেদনে।

পিএমএল এন সূত্র জানায়, বুধবার লন্ডন থেকে সৌদি আরবে পৌঁছাবেন নওয়াজ। সেখানে ওমরাহ উৎসব উপলক্ষ্যে এক সপ্তাহ থাকবেন। ১৮ অক্টোবর দুবাইয়ে পৌঁছাবেন তিনি। এই এক সপ্তাহ সময়ে নির্বাচন নিয়ে দলের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে নওয়াজ বৈঠক করতে পারেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

উল্লেখ্য, প্রাপ্ত বেতন ঘোষণা না করায় পাক সুপ্রিম কোর্ট ২০১৭ সালে নওয়াজ শরিফকে সরকারি পদে অযোগ্য বলে ঘোষণা করে।

পরে ২০১৮ সালে দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হন নওয়াজ। জেলবন্দি অবস্থায় শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েন। ২০১৯ সালে চিকিৎসার জন্য শরিফের লন্ডনে যাওয়ার আবেদন মঞ্জুর করা হয়। সেখানে যাওয়ার পর আর ফেরেননি সাবেক পাক প্রধানমন্ত্রী।

সূত্র : জিও নিউজ

এএমএন/১২