ঢাকা ১১:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

একনেক সভায় প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩ ২১ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি দেওয়া থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।

আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী জানান, বিদ্যুৎ ও পানি ছাড়াও সব ধরনের ভর্তুকি কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আয় ও এলাকা অনুযায়ী বিদ্যুৎ ও পানির ফি নির্ধারণ করতেও নির্দেশনা দিয়েছেন তিনি।

এম এ মান্নান বলেন, রাজধানীতে উঁচু ভবন নির্মাণে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। উঁচু ভবনের কারণে বিমান চলাচলে যেন এয়ার ফানেল তৈরি না হয়। এ ছাড়া মহাসড়কের সংস্কারের জন্য টোল আদায় করে তহবিল গঠনেরও নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাস্তার পাশে জলাধার রাখতে বলেছেন তিনি।

তিনি জানান, সভায় ৩৬টি এবং টেবিলে ৯টি প্রকল্প উপস্থাপিত হয়। এর মধ্যে একটি ফিরিয়ে দেওয়া হয়। পাস হওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি টাকা। আজকের সভায় মোট ৪৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একনেকে ৩৭টি প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ৫২৬৬৩ কোটি টাকা

এম.নাসির/৯

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

একনেক সভায় প্রধানমন্ত্রী

বিদ্যুৎ ও পানির ভর্তুকি থেকে সরে আসার নির্দেশ

আপডেট সময় : ০৬:৩৫:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ নভেম্বর ২০২৩

শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক সভায় বিদ্যুৎ ও পানিতে ভর্তুকি দেওয়া থেকে সরে আসার নির্দেশনা দিয়েছেন।

আজ বৃহস্পতিবার (৯ নভেম্বর) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ নির্দেশনা দেন তিনি।

আজ রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে প্রধানমন্ত্রীর অনুশাসনগুলো তুলে ধরেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকারসহ পরিকল্পনা কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিকল্পনামন্ত্রী জানান, বিদ্যুৎ ও পানি ছাড়াও সব ধরনের ভর্তুকি কমানোর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। আয় ও এলাকা অনুযায়ী বিদ্যুৎ ও পানির ফি নির্ধারণ করতেও নির্দেশনা দিয়েছেন তিনি।

এম এ মান্নান বলেন, রাজধানীতে উঁচু ভবন নির্মাণে সতর্ক থাকতে বলেছেন প্রধানমন্ত্রী। উঁচু ভবনের কারণে বিমান চলাচলে যেন এয়ার ফানেল তৈরি না হয়। এ ছাড়া মহাসড়কের সংস্কারের জন্য টোল আদায় করে তহবিল গঠনেরও নির্দেশও দিয়েছেন প্রধানমন্ত্রী। পাশাপাশি রাস্তার পাশে জলাধার রাখতে বলেছেন তিনি।

তিনি জানান, সভায় ৩৬টি এবং টেবিলে ৯টি প্রকল্প উপস্থাপিত হয়। এর মধ্যে একটি ফিরিয়ে দেওয়া হয়। পাস হওয়া প্রকল্পগুলো বাস্তবায়নে মোট ব্যয় হবে ৩৯ হাজার ৩৪৪ কোটি টাকা। এর মধ্যে জিওবি ৩০ হাজার ১২৩ কোটি টাকা এবং বৈদেশিক ঋণ থেকে পাওয়া যাবে ৭৬৮ কোটি টাকা। আজকের সভায় মোট ৪৪টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়েছে।

আরও পড়ুন: একনেকে ৩৭টি প্রকল্পের অনুমোদন, ব্যয় হবে ৫২৬৬৩ কোটি টাকা

এম.নাসির/৯