জায়গা নেই মর্গে, আইসক্রিমের ফ্রিজারে ফিলিস্তিনিদের লাশ

- আপডেট সময় : ০৯:৫৯:১৩ অপরাহ্ন, রবিবার, ১৫ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

ইসরাইল-ফিলিস্তিনি যুদ্ধের আজ নবম দিন। ফিলিস্তিনের গাজায় টানা ৯ দিন ধরে চলছে ইসরায়েলের নির্বিচার বিমান হামলা। এতে বিধ্বস্ত হয়েছে গাজা উপত্যকা। নিহত হয়েছে হাজার হাজার ফিলিস্তিনি। এই যুদ্ধ পরিস্থিতিতে হাসপাতালগুলোর মর্গে লাশ রাখার জায়গা নেই। ফলে বাধ্য হয়ে আইসক্রিমের ফ্রিজারে লাশ রাখতে দেখা গেছে একটি ভিডিও চিত্রে।
আল জাজিরা প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, আইসক্রিমের একটি ফ্রিজারের সামনে দাঁড়িয়ে আছেন এক ব্যক্তি। তিনি জানান, মধ্য গাজার দেইর আল–বালাহ এলাকার আল–আকসা মার্টার্স হাসপাতাল থেকে কথা বলছেন তিনি।
ইসরায়েলের হামলায় নিহতের সংখ্যা এত বেশি যে হাসপাতালটির ছোট মর্গে লাশ রাখার জায়গা নেই। তাই বিভিন্ন কারখানা থেকে খাবার ও আইসক্রিমের ফ্রিজার এনে তাতে মরদেহ রাখা হচ্ছে।
একপর্যায়ে একটি ফ্রিজারের দরজা খোলেন ওই ব্যক্তি। দেখা যায়, ভেতরে ঠাসাঠাসি করে ব্যাগে ভরা মরদেহ রাখা আছে।
ওই ব্যক্তি বলেন, পরিস্থিতি দুর্বিষহ। হাসপাতালের প্রশাসনিক ব্যবস্থা ধসে পড়েছে। মর্গ, লাশ সংরক্ষণ ব্যবস্থা ও স্বাস্থ্যসেবার অবস্থা খুবই নাজুক। হাসপাতালটিতে জরুরিভাবে সহায়তা প্রয়োজন।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর (শুক্রবার) রাতে হামাস ইসরায়েলের ভেতরে আকস্মিক সামরিক অভিযান চালায়। এতে ১ হাজার ৩০০ ইসরায়েলি নিহত হয়। যাদের মধ্যে বহু ইসরায়েলি সেনাও রয়েছে। এরপর পাল্টা হামলায় ইতোমধ্যে গাজায় ৬ হাজার বোমা ফেলেছে ইসরায়েলি বিমান বাহিনী। এখন হামাসকে নির্মূল করতে গাজায় সরাসরি স্থল হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। তারা গাজা সীমান্তে ৩ লাখ সৈন্য জড়ো করেছে।
সূত্র: আল জাজিরা
এএমএন/১৫