আওয়ামী লীগ ক্ষমতা হারালে এক রাতেই ৬৫ হাজার লোক মরবে : শামীম ওসমান

- আপডেট সময় : ০৮:১৪:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০২৩ ২৮ বার পড়া হয়েছে

শামীম ওসমান বলেছেন, আওয়ামী লীগ ক্ষমতা হারালে এক রাতের মধ্যেই ৬৫ হাজার লোক মারা যাবে।’
আমাদের বুঝে-শুনে পা ফেলতে হবে। আমরা কারও গণতান্ত্রিক অবস্থানে বাধা দেব না।
আজ বৃহস্পতিবার (১৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে আয়োজিত এক বর্ধিত সভায় এমন আশঙ্কার কথা জানান তিনি।
শামীম ওসমান বলেন, রাজনীতি একটা কৌশল। এই কৌশল আমরা কীভাবে নেব, তা ঠিক করতে হবে। বিএনপির ২৮ অক্টোবরের কর্মসূচি ক্রিটিক্যাল। আমাদের বুঝে-শুনে পা ফেলতে হবে। আমরা কারও গণতান্ত্রিক অবস্থানে বাধা দেব না। তবে আগামী ৪ তারিখ দেশের মানুষ জাতির পিতার কন্যাকে কতটা ভালোবাসে সেটা প্রমাণ করতে হবে। আমাদের বিশ্বাস সেদিন শাপলা চত্বরে ইতিহাসের সর্ববৃহৎ সমাবেশ হবে।
তিনি বলেন, বিএনপিকে পরিচালনা করছে জামায়াতে ইসলামী। লন্ডনে যে খুনিটা বসে আছে তাকে জামায়াত পরিচালনা করছে। তারা জানে নির্বাচন হলে ফেল করবে। তাই তারা দেশে অরাজকতা সৃষ্টি করতে চায়। এর পেছনে পৃথিবীর অনেক বড় বড় রাষ্ট্র কাজ করছে।
নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাইয়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম। এসময় আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-১ আসনের সংসদ সদস্য বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু, জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ স্থানীয় নেতাকর্মীরা।
এম.নাসির/১৯