স্বরাষ্ট্রমন্ত্রীর বলেছেন
বিএনপি নেতারা কি সহিংসতার দায় এড়াতে পারবেন

- আপডেট সময় : ০২:৫২:০০ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

২৮ অক্টোবরের সহিংসতার দায় বিএনপি নেতারা এড়াতে পারবেন কি, প্রশ্ন তুলে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ‘এ সহিংসতা যখন হচ্ছিল তখন সিনিয়র নেতারা মিটিং করছিলেন। তাদের ডিএমপি কমিশনার বার বার জিজ্ঞেস করছিলেন তাদের মহাসমাবেশের সীমানা কতো দূর হবে, তারা জানিয়েছিল নাইটেঙ্গেল মোড় পর্যন্ত। কিন্তু তারপরও যে সহিংসতা হয়েছে সেটির দায় কি বিএনপি নেতারা এড়াতে পারবেন?’
আজ রোববার (২৯ অক্টোবর) দুপুরে সচিবালয়ে মন্ত্রীর দফতরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রধান বিচারপতির বাড়িতে যারা ঢুকেছে তাদের চিহ্নিত করে মামলা হবে। পুলিশকে পিটিয়ে হত্যার জন্য মামলা হবে। হাসপাতালে হামলার ঘটনায় মামলা হবে। গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায়ও মামলা হবে। আওয়ামী লীগের মহিলা নেত্রীদের ওপরও হামলা হয়েছে।’
তিনি বলেন, ‘সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় মামলা করতে চাইলে মামলাগুলো নেওয়া হবে।’
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপি নৃশংসতায় গতকাল শ’ খানেক পুলিশ আহত হয়েছেন। আওয়ামী লীগের মহিলা কর্মীদের পিটিয়ে হাসপাতালে পাঠিয়েছে তারা (বিএনপি)।
আরও পড়ুন:
সুপ্রিমকোর্টে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
এম.নাসির/২৯