অবরোধ পালনে দেশবাসীর প্রতি কর্নেল অলির আহ্বান

- আপডেট সময় : ০৪:২৮:০৯ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ২৫ বার পড়া হয়েছে

এক বিবৃতিতে আগামী ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচিকে সমর্থন করেছেন লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট ড. কর্নেল (অব.) অলি আহমদ (বীর বিক্রম)। শান্তিপূর্ণভাবে অবরোধ কর্মসূচি পালন করার জন্য তিনি এলডিপির নেতাকর্মীসহ দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ সোমবার (৩০ অক্টোবর) এক বিবৃতিতে কর্নেল অলি বলেন, এলডিপির সর্বস্তরের নেতাকর্মীবৃন্দ আপনারা নিজ নিজ এলাকায় আন্দোলনরত দলগুলোর সাথে সমন্বয় করে অবরোধ সফল করবেন।
আন্দোলনের মাধ্যমেই সরকারের পদত্যাগ ত্বরান্বিত করতে হবে। সাংবিধানিক অধিকার ও মনুষ্যত্ব ফিরিয়ে আনতে হবে। কেউ বেইমানি করে ঘরে বসে থাকবেন না। নিজের পায়ে কুড়াল মারবেন না। স্বৈরাচারের হাত থেকে দেশকে মুক্ত করা আমাদের লক্ষ্য। জুলুমবাজ, স্বৈরাচার সরকার আমাদের ঘাড়ে চেপে বসে আছে। তাকে পদত্যাগে বাধ্য করা হবে।
আরও পড়ুন:
মির্জা ফখরুলকে অনশন ভাঙালেন কর্নেল অলি
এম.নাসির/৩০