ঢাকা ০৯:০০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী বলেছেন

দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিমধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে। দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে। এছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নিজস্ব ভবনের জন্য জমি দেখা হচ্ছে বলেন জানান সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার (নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব সুখবর দেন।

সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, ‘একটা জমির আবেদন দিয়েছেন আমি দেখব। জেলাভিত্তিক আবাসন প্রকল্প তৈরি করে দেব। সেখান থেকে আপনারা আবাসন যাতে পান, সে ব্যবস্থা করব।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেব। মালিকরাও কিছু কিছু দিয়েন। কারা দিলেন আমরা কিন্তু দেখব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড বাস্তবায়ন মালিকদের দায়িত্ব। সেটা বাস্তবায়ন না করে মামলা করলে সেটা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। টেলিভিশন সাংবাদিকদেরও আমরা ওয়েজবোর্ডের আওতায় আনব।’

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি। আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি।’

এ সময় তিনি বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করে তা দুঃখজনক। যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে তা অমানবিক। এর জবাব বিএনপিকে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে মাটিতে ফেলে কোপানো হয়েছে। কোপাল যে, সেই অস্ত্র তারা কোথায় পেল। আগুন-সন্ত্রাস, জালাও-পোড়াও এটাই তাদের চরিত্র।

বিএনপিকে উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, হত্যা-গুম-খুন এগুলো তারা ভালো পারে। তারা অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে, হামলা করেছে। এত অমানবিক আচরণ সহ্য করা যায় না।’

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করেন। সম্মেলনের বিএফইউজের সাবেক নেতাদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।

আরও পড়ুন:

‘আজ এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত’

এম.নাসির/২

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

প্রধানমন্ত্রী বলেছেন

দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে

আপডেট সময় : ০৪:৩৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩

বিএফইউজের প্রতিনিধি সম্মেলনে সাংবাদিকদের জন্য সুখবর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ইতিমধ্যে নবম ওয়েজবোর্ড বাস্তবায়ন করা হয়েছে। দশম ওয়েজবোর্ড প্রণয়নের প্রস্তুতি চলছে। এছাড়া বাংলাদেশের সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) নিজস্ব ভবনের জন্য জমি দেখা হচ্ছে বলেন জানান সরকারপ্রধান।

আজ বৃহস্পতিবার (নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে তিনি এসব সুখবর দেন।

সাংবাদিকদের সুযোগ-সুবিধা নিয়ে তিনি বলেন, ‘একটা জমির আবেদন দিয়েছেন আমি দেখব। জেলাভিত্তিক আবাসন প্রকল্প তৈরি করে দেব। সেখান থেকে আপনারা আবাসন যাতে পান, সে ব্যবস্থা করব।’

শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশে পেশা হিসেবে সাংবাদিকতা উচ্চমানের। এ পেশা মর্যাদাপূর্ণ অবস্থানে আছে। আমি সাংবাদিক কল্যাণ ট্রাস্টে আরও ১০ কোটি টাকা অনুদান দেব। মালিকরাও কিছু কিছু দিয়েন। কারা দিলেন আমরা কিন্তু দেখব।’

প্রধানমন্ত্রী বলেন, ‘ওয়েজবোর্ড বাস্তবায়ন মালিকদের দায়িত্ব। সেটা বাস্তবায়ন না করে মামলা করলে সেটা দুর্ভাগ্যজনক। দশম ওয়েজবোর্ডের প্রস্তুতি নেওয়া হচ্ছে। টেলিভিশন সাংবাদিকদেরও আমরা ওয়েজবোর্ডের আওতায় আনব।’

তিনি বলেন, ‘সাংবাদিক কল্যাণকে অগ্রাধিকার দিয়েছি। কল্যাণ ট্রাস্ট গঠন করে দিয়েছি। এর বাইরেও প্রধানমন্ত্রীর কল্যাণ তহবিল থেকে অসুস্থ ও ক্ষতিগ্রস্তদের সহযোগিতা দিয়ে থাকি। আজ এখানে আসার আগেও কিছু ফাইল দেখে এসেছি, সাধ্যমতো দেওয়ার চেষ্টা করেছি।’

এ সময় তিনি বিএনপি-জামায়াতের আন্দোলনের সমালোচনা করে বলেন, বাংলাদেশে আন্দোলনের নামে বিএনপি যে সন্ত্রাসী কার্যক্রম করে তা দুঃখজনক। যেভাবে সাংবাদিকদের নির্যাতন করা হয়েছে তা অমানবিক। এর জবাব বিএনপিকে দিতে হবে।

প্রধানমন্ত্রী বলেন, পুলিশকে মাটিতে ফেলে কোপানো হয়েছে। কোপাল যে, সেই অস্ত্র তারা কোথায় পেল। আগুন-সন্ত্রাস, জালাও-পোড়াও এটাই তাদের চরিত্র।

বিএনপিকে উদ্দেশ্য করে সরকারপ্রধান বলেন, হত্যা-গুম-খুন এগুলো তারা ভালো পারে। তারা অ্যাম্বুলেন্স পুড়িয়ে দিয়েছে, হামলা করেছে। এত অমানবিক আচরণ সহ্য করা যায় না।’

এর আগে বেলা ১১টার দিকে বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব জার্নালিস্টসের (বিএফইউজে) প্রতিনিধি সম্মেলনে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিএফইউজে সভাপতি ওমর ফারুকের সভাপতিত্বে প্রতিনিধি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন- তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ। বিএফইউজে মহাসচিব দীপ আজাদ সম্মেলন সঞ্চালনা করেন। সম্মেলনের বিএফইউজের সাবেক নেতাদের সম্মাননা স্মারক উপহার দেয়া হয়।

আরও পড়ুন:

‘আজ এই অনুষ্ঠানে আসতে পেরে অত্যন্ত আনন্দিত’

এম.নাসির/২