ঢাকা ১০:৪১ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কাদেরসহ ৩ শতাধিক নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ২৯ বার পড়া হয়েছে

- মনোনয়ন ফরম সংগ্রহ

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে। শনিবার দুপুর দুইটায় মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ৩ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ দিন দলের সভাপতি শেখ হাসিনা সবার প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন, দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর দুপুরের বিরতির আগ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাড়ে তিন শ মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনি এলাকার নেতাকর্মীরা। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় নির্বাচনি এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোণা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোণা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকোট সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী ও পিরোজপুর-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

ঢাকা-১ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে বলে জানা গেছে।

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কাদেরসহ ৩ শতাধিক নেতার মনোনয়ন ফরম সংগ্রহ

আপডেট সময় : ০৬:৫২:২৮ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

ক্ষমতাসীন দল আওয়ামী লীগ আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন বিক্রি শুরু করেছে। শনিবার দুপুর দুইটায় মধ্যাহ্নভোজের বিরতির আগ পর্যন্ত ৩ শতাধিক মনোনয়ন ফরম বিক্রি হয়েছে। এ দিন দলের সভাপতি শেখ হাসিনা সবার প্রথম মনোনয়ন ফরম সংগ্রহ করেন। সকাল ১১ টায় ২৩ বঙ্গবন্ধু এভিনিউ কেন্দ্রীয় রাজনৈতিক কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন তিনি।

ফরম বিক্রির কার্যক্রম উদ্বোধন করেন, দলের সভাপতি শেখ হাসিনা। পরে দলীয় প্রধানের পক্ষে গোপালগঞ্জ-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন, জেলা আওয়ামী লীগ সভাপতি ও সাধারণ সম্পাদক। এরপর ২৩ বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের জন্য উন্মুক্ত করা হয়। এরপর দুপুরের বিরতির আগ পর্যন্ত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ সাড়ে তিন শ মনোনয়ন প্রত্যাশী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর মনোনয়নপত্র সংগ্রহ করেছেন তার নির্বাচনি এলাকার নেতাকর্মীরা। দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ও উপ-দপ্তর সম্পাদক সায়েম খানের হাত থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন (নোয়াখালী-৫ কোম্পানীগঞ্জ ও কবিরহাট উপজেলা) কবিরহাট উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় নির্বাচনি এলাকার আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

অপরদিকে চাঁদপুর-৩ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি, মৌলভীবাজার-২ আসনে সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম চৌধুরী নাদেল, নরসিংদী-২ আসনে সাবেক কার্যনির্বাহী রিয়াজুল কবির কাওছার, নেত্রকোণা-৪ আসনে সাজ্জাদুল হাসান, সুনামগঞ্জ-৩ আসনে আজিজুল সামাদ ডন, নেত্রকোণা-২ আসনে আরিফ খান জয়, টাঙ্গাইল-৬ আহসান খান টুটুল, কিশোরগঞ্জ-৩ আসনে নাসিরুল ইসলাম খান আওলাদ, শরীয়তপুর-৩ আসেন বাহাদুপর বেপারী, শরীয়তপুর-১ আসনে আব্দুল আলীম বেপারী, ব্রাহ্মণবাড়িয়া-৬ আসনে ঢাকা দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মহি উদ্দিন মহি, কুমিল্লা-৭ আসনে ডা. প্রাণ গোপাল দত্ত, জয়পুরহাট সদর-১ আসনে অ্যাডভোকোট সামসুল আলম দুদু, জয়পুরহাট-২ আসনে গোলাম মাফুজ চৌধুরী ও পিরোজপুর-১ আসনের মনোনয়ন ফরম সংগ্রহ করেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

ঢাকা-১ আসনের মনোনয়ন ফরম নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও ঢাকা-৬ আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফি। আগামী মঙ্গলবার পর্যন্ত সকাল দশটা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দলীয় মনোনয়ন ফরম বিক্রি ও জমা নেয়া হবে বলে জানা গেছে।

/আবদুর রহমান খান/