সংবাদ শিরোনাম ::
বিএনপি নেতা আমিনুলের ১০ দিনের রিমান্ড চায় পুলিশ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৫:১৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ নভেম্বর ২০২৩ ৩৭ বার পড়া হয়েছে

পল্টন থানায় নাশকতার একটি মামলায় ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হককে ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) পল্টন থানা পুলিশের এসআই ইউসুফ মিয়া মামলার সুষ্ঠু তদন্তের জন্য এ রিমান্ড আবেদন করেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নুরুল হুদা চৌধুরীর আদালতে শুনানি অনুষ্ঠিত হবে।
এর আগে বুধবার মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসা থেকে আমিনুলকে আটক করা হয়। এরপর তাকে পল্টন থানার নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ কয়েকটি মামলা রয়েছে।
এম.নাসির/২