ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ডলার সংকটের অস্থিরতায়, আশা জাগাচ্ছে রেমিট্যান্স

আবদুর রহমান খান
  • আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

রেমিট্যান্স

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশে বর্তমানে ডলার সংকট খুব বেশি। এছাড়া বেশ কিছুদিন আগে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে। তবুও সংকট নিরসনের কোনো উদ্যোগই কাজে আসছে না।
তবে এর মধ্যেই নতুন করে আশা জাগাচ্ছে রেমিট্যান্স। ডলারের এ সংকটময় পরিস্থিতিতে মুদ্রাটি, আয়ের অন্যতম উৎস এবং সহযোগি হিসেবে কাজ করছে।

অপরদিকে, ডলার বাজারের অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশ ব্যংক এর বেঁধে দেয়া দরে তফসিলী ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। আর খোলাবাজারে ডলার বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে পড়েছে। এমন পরিস্থিতি ব্যবসায়ীদের ও শঙ্কিত করছে।

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রায় ১১৮ কোটি ৭০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। প্রতিদিন গড়ে আসছে প্রায় ৭ কোটি (৬.৯৮ কোটি) ডলার। এভাবে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন বা ২০৯ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে সবশেষ গত আগস্টে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের (বিকেবি) মাধ্যমে এসেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার।

অপরদিকে, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার। এ সময়ে ৮ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

আরও পড়ুন: দর বাড়ানোর প্রভাবে রেমিট্যান্সে ঊর্ধ্বগতিতে

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডলার সংকটের অস্থিরতায়, আশা জাগাচ্ছে রেমিট্যান্স

আপডেট সময় : ০৪:২৭:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ নভেম্বর ২০২৩

দেশে বর্তমানে ডলার সংকট খুব বেশি। এছাড়া বেশ কিছুদিন আগে আমদানিতে কড়াকড়ি আরোপ করেছে কেন্দ্রীয় ব্যাংক। পরিস্থিতি সামাল দিতে রিজার্ভ থেকে ডলার সরবরাহ করা হচ্ছে। তবুও সংকট নিরসনের কোনো উদ্যোগই কাজে আসছে না।
তবে এর মধ্যেই নতুন করে আশা জাগাচ্ছে রেমিট্যান্স। ডলারের এ সংকটময় পরিস্থিতিতে মুদ্রাটি, আয়ের অন্যতম উৎস এবং সহযোগি হিসেবে কাজ করছে।

অপরদিকে, ডলার বাজারের অস্থিরতা ক্রমান্বয়ে বাড়ছে। বাংলাদেশ ব্যংক এর বেঁধে দেয়া দরে তফসিলী ব্যাংক ও মানি চেঞ্জারগুলোতে ডলার পাওয়া যাচ্ছে না। আর খোলাবাজারে ডলার বিক্রিতে অতীতের সব রেকর্ড ভেঙে পড়েছে। এমন পরিস্থিতি ব্যবসায়ীদের ও শঙ্কিত করছে।

চলতি নভেম্বর মাসের প্রথম ১৭ দিনে প্রায় ১১৮ কোটি ৭০ লাখ ডলারের বেশি রেমিট্যান্স এসেছে দেশে। প্রতিদিন গড়ে আসছে প্রায় ৭ কোটি (৬.৯৮ কোটি) ডলার। এভাবে রেমিট্যান্স আসার ধারা অব্যাহত থাকলে মাস শেষে দুই বিলিয়ন বা ২০৯ কোটি ডলার ছাড়িয়ে যাবে।

এর আগে সবশেষ গত আগস্টে ২ বিলিয়ন ডলার অতিক্রম করেছিল রেমিট্যান্স। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন সূত্রে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য মতে, রাষ্ট্রীয় ব্যাংকের মাধ্যমে এসেছে ৭ কোটি ৮৫ লাখ ২০ হাজার ডলার, বিশেষায়িত এক ব্যাংকের (বিকেবি) মাধ্যমে এসেছে ৩ কোটি ৫১ লাখ ৭০ হাজার ডলার।

অপরদিকে, বেসরকারি ব্যাংকের মাধ্যমে এসেছে ১০৭ কোটি ৪ লাখ ডলার এবং বিদেশি ব্যাংকের মাধ্যমে এসেছে ৩৬ লাখ ডলার। এ সময়ে ৮ ব্যাংকে কোনো রেমিট্যান্স আসেনি।

আরও পড়ুন: দর বাড়ানোর প্রভাবে রেমিট্যান্সে ঊর্ধ্বগতিতে