মা ও দুই ছেলের মরদেহ উদ্ধার

- আপডেট সময় : ০২:০৯:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২৩ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুর উপজেলায় এক প্রবাসীর স্ত্রী ও তার ২ সন্তানের লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘরের মেঝেতে পড়ে থাকা নিহতদের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।
আজ মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে আইয়ুবপুর ইউনিয়নের চর-ছয়আনি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন-ওই গ্রামের প্রবাসী শাহ আলমের স্ত্রী জেকি আক্তার ওরফে বুলি বেগম (৩৫) ও তার দুই ছেলে মাহিন (১৪) মহিন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে গৃহকর্মী জেসমিন বাড়িতে এসে কলিং বেল টিপতে থাকেন। পরে গেট না খোলায় তিনি বুলির জা খালেদা আক্তারের কাছ থেকে চাবি নিয়ে গেট খোলেন। ঘরে ঢুকে নিহতদের রক্তাক্ত মরদেহ মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে পুলিশে খবর দেন।
বাঞ্ছারাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিন জনেরই মাথায় ও গলায় আঘাত রয়েছে। তদন্ত চলছে। পরে প্রকৃত ঘটনা জানা যাবে এবং তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।