সংবাদ শিরোনাম ::
মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০২:৪৩:০৭ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০২৩ ৩১ বার পড়া হয়েছে

মানিকগঞ্জের ত্বরা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।
আজ রবিবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে এ আগুনের ঘটনা ঘটে।
বাসের চালক শরিফুল ইসলাম বলেন, প্রতিদিনের মতো আরিচা থেকে যাত্রী নিয়ে মানিকগঞ্জ যাচ্ছিলাম। পথে বানিয়াজুরি বাসস্ট্যান্ড থেকে তিনজন যাত্রী বেশে গাড়িতে ওঠে। ত্বরা এলাকায় পৌঁছালে আরও পাঁচজন গাড়িতে ওঠে। এরপর তারা যাত্রীদের নেমে যেতে বলেন।
যাত্রীরা নেমে যাওয়ার সঙ্গে সঙ্গে তাদের কাছে বোতলে থাকা পেট্রল ঢেলে বাসে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন:
ডিবির ড্রেস পরে বাসে আগুন দেওয়া ব্যক্তিকে খুঁজছি
এম.নাসির/২৯