মাকে হত্যা করলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী

- আপডেট সময় : ০৮:৩৫:৪৫ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলায় প্রকাশ্যে মেয়ের ছুরিকাঘাতে ঝুমা কর্মকার (৪৮) নিহত হয়েছেন। এ ঘটনায় মেয়ে সিঁথি কর্মকারকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার (১৬ অক্টোবর) দুপুরে উপজেলার চান্দায়কোনা বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মা ঝুমা কর্মকার বগুড়া জেলার শেরপুর থানার শাহাপাড়া গ্রামের শিবদাস কর্মকারের স্ত্রী। মেয়ে সিঁথি কর্মকার ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, শেরপুর থেকে বাসে মা ঝুমা ও মেয়ে সিঁথি ঢাকায় যাচ্ছিলেন। চান্দাইকোনা বাসস্ট্যান্ড এলাকায় সিঁথি বাস থেকে নেমে পড়েন। একইসঙ্গে মাও বাস থেকে নামেন। মেয়ে বাস থেকে কেন নামল— এ কথা জিজ্ঞেসা করতেই সিঁথি তার ব্যাগ থেকে ছুরি বের করে মায়ের বুকের বাম পাশে আঘাত করেন। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ঝুমাকে রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।
রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মাদ সিদ্দিকুল ইসলাম বলেন, সিঁথিকে আটক করা হয়েছে। ঠিক কী কারণে তিনি এমন কাজ করলেন তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে আইনানুযায়ী ব্যবস্থা নেয়া হবে।
এম.নাসির/১৬