কক্সবাজারে হত্যা করে পা কেটে নিয়ে যাওয়ায় তিন জন গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:১৫:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ১৮ বার পড়া হয়েছে

কক্সবাজার জেলার পেকুয়ায় আবু ছৈয়দ হত্যার পর পা কেটে নিয়ে যাওয়ার ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
আজ শনিবার (১৪ অক্টোবর) দুপুর ১২টায় কক্সবাজার র্যাব-১৫ কার্যালয়ে অধিনায়ক লে. কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এক প্রেসব্রিফিংয়ে এসব তথ্য জানান।
গ্রেপ্তারকৃতরা হলেন-উপজেলার মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়ার নুরুল ইসলামের ছেলে মুজাহিদ (২৮), মৃত নুরুন্নবীর ছেলে আমিরুজ্জামান (২৮) ও তার ছোট ভাই জামিল ইব্রাহিম ছোটন (২৫)।
র্যাব অধিনায়ক বলেন, গেল ১০ অক্টোবর পেকুয়া মগনামা ইউনিয়নের আফজলিয়াপাড়া এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতার জেরে আবু ছৈয়দকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার একটি পা কেটে নিয়ে যায় সন্ত্রাসীরা। বর্বর এ হত্যাকান্ডের সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেপ্তার ও হত্যার সুষ্ঠু বিচারের দাবীতে এলাকাবাসীর মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়। এ ঘটনায় ১১ অক্টোবর নিহতের ছেলে ছৈয়দ মোহাম্মদ ইমন বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে পেকুয়া থানায় মামলা দায়ের করেন। এ বিষয়ে র্যাব-১৫, কক্সবাজার ছায়াতদন্ত শুরু করে এবং ঘটনার সাথে জড়িত আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে।
তিনি আরও বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল শুক্রবার (১৩ অক্টোবর) মধ্যরাতে পেকুয়ার মগনামা এলাকায় অভিযান চালিয়ে মামলার ২ নম্বর আসামি ও অন্যতম প্রধান পরিকল্পনাকারী নেজামুল ইসলাম মোজাহিদসহ ৩ জনকে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এম.নাসির/১৪