নাশকতার চেষ্টা
হবিগঞ্জে মহিলা দলের তিন নেত্রী গ্রেপ্তার

- আপডেট সময় : ০৩:৩৮:৪৩ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০২৩ ১৩ বার পড়া হয়েছে

নাশকতার চেষ্টার অভিযোগে হবিগঞ্জ জেলা মহিলা দলের তিন নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ সোমবার (১৩ নভেম্বর) সকালে জেলা শহরের বাস টার্মিনাল থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় চন্দ্র দেব।
গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ জেলা মহিলা দলের সভাপতি ফাতেমা ইয়াসমিন, সাধারণ সম্পাদক সৈয়দা লাভলী সুলতানা ও মহিলা দলের নেত্রী সুমা আক্তার।
ওসি জানান, বিএনপির ঘোষিত অবরোধ কর্মসূচির নামে ওই তিনজন শহরের বাস টার্মিনাল এলাকায় নাশকতার চেষ্টা করেন। এ সময় ঘটনাস্থল থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
ফাতেমা ইয়াসমিন, সৈয়দা লাভলী সুলতানা ও সুমা আক্তারের নামে একাধিক মামলা রয়েছে বলেও জানান ওসি।
এ বিষয়ে হবিগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এনামুল হক সেলিম বলেন, মহিলা দলের নেত্রীরা বিএনপির গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন করছিলেন। তাদের গ্রেপ্তার করে এ আন্দোলন ঠেকানো যাবে না। আমরা তাদের গ্রেপ্তারের নিন্দা জানাই। মামলা-হামলা এবং গ্রেপ্তার করে আন্দোলন ঠেকানো যাবে না।
আরও পড়ুন: বিএনপি নেতা গ্রেপ্তার
এম.নাসির/১৩