সংবাদ শিরোনাম ::
রাজশাহীতে পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

রাজশাহী প্রতিবেদক
- আপডেট সময় : ০৯:২৩:২৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

রাজশাহীর মোহনপুর উপজেলায় পণ্যবাহী ট্রাকে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এসময় ট্রাকটি পুড়ে গেলেও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। স্থানীয়রা ট্রাকটির আগুন নেভায়। সোমবার (৬ নভেম্বর) দুপুর ৩টায় উপজেলার মৌগাছি নন্দনহাট মোড়ে এই ঘটনা ঘটে।
মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাজশাহী থেকে একটি পণ্যবাহী ট্রাক বাগমারা উপজেলার উদ্দেশে রওনা হয়। ট্রাকে মুরগির খাওয়ার ফিড ছিল। মোহনপুর নন্দনহাট এলাকায় পৌঁছালে পাঁচটি মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা ভাঙচুর করে এবং ট্রাকে আগুন ধরিয়ে দেয়।
ওসি আরও বলেন, ট্রাকে তিনজন ছিল। আগুন দেখে সবাই দৌড়ে পাশের বিলে পালিয়ে যায়। স্থানীয়রা বালি ও পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: মানিকগঞ্জে যাত্রীবাহী বাসে আগুন