ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

তিন সন্তানের জননীকে বিয়ে করে মামলা থেকে অব্যাহতি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ২৪ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খুলনায় আদালত চত্বরে নির্যাতনের শিকার নারীকে বিয়ে করে ধর্ষণের দায় থেকে অব্যাহতি পেয়েছেন এক যুবক। সোমবার (১৩ মার্চ) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খানের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময়ে ওই নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতিও দেন আসামি।

আদালত সূত্রে জানা যায়, ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন। তার আগের স্বামীর দুটি সন্তানও রয়েছে। বড় সন্তান তার আগের স্বামীর বাড়িতে থাকে। ছোট সন্তানটি তার সঙ্গে থাকে।

মামলার এজাহারে ভিত্তিতে জানা যায়, আগের স্বামী তাকে ছেড়ে দিলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তিনি গৃহপরিচারিকার কাজ নেন। ২০২০ সালের ১৬ আগস্ট মো. রাজু শেখ নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন।

রাজু নির্যাতিত নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ওই নারীর ছোট সন্তানকে নিয়ে লবণচরা থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকার জনৈক মো. আব্দুল গফ্ফারের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। রাজু ওই নারী ও সন্তানের ভরণপোষণ এবং বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করেন এবং তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী সন্তান সম্ভাবা হয়ে পড়েন। বিষয়টি রাজুকে অবহিত করে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রাজু ওই নারীর কথায় কোনো কর্ণপাত না করে গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলার জন্য চাপ দিতে থাকেন।

পরবর্তীতে প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন রাজু তাকে না জনিয়ে অন্যত্র বিয়ে করেছেন। এটা জানার পর একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন তিনি। ২০২১ সালের ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ফোন করে তাকে গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য হুমকি দেন। পরবর্তীতে ওই নারী খুলনার লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজুকে আসামি করে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদ আহমেদ বলেন, আসামি রাজু গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন। এর আগের কার্যদিবসে রাজু আদালতে ওই নারীকে বিয়ে করা ও তার সন্তানের ভরণপোষণ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। আদালত সোমবার (১৩ মার্চ) বিয়ের জন্য দিন ধার্য করেন। সকালে আদালত চত্বরে উভয় পরিবারের সম্মতিতে কাজি ডেকে এনে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। আদালত রাজুকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এম.নাসির/১৩

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন সন্তানের জননীকে বিয়ে করে মামলা থেকে অব্যাহতি

আপডেট সময় : ০১:২১:০৩ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩

খুলনায় আদালত চত্বরে নির্যাতনের শিকার নারীকে বিয়ে করে ধর্ষণের দায় থেকে অব্যাহতি পেয়েছেন এক যুবক। সোমবার (১৩ মার্চ) দুপুরে খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক আব্দুস ছালাম খানের উপস্থিতিতে এ বিয়ে সম্পন্ন হয়। এ সময়ে ওই নারীর গর্ভে জন্ম নেওয়া সন্তানের স্বীকৃতিও দেন আসামি।

আদালত সূত্রে জানা যায়, ওই নারী স্বামী পরিত্যক্তা ছিলেন। তার আগের স্বামীর দুটি সন্তানও রয়েছে। বড় সন্তান তার আগের স্বামীর বাড়িতে থাকে। ছোট সন্তানটি তার সঙ্গে থাকে।

মামলার এজাহারে ভিত্তিতে জানা যায়, আগের স্বামী তাকে ছেড়ে দিলে বাবার বাড়িতে চলে আসেন তিনি। জীবিকা নির্বাহের জন্য তিনি গৃহপরিচারিকার কাজ নেন। ২০২০ সালের ১৬ আগস্ট মো. রাজু শেখ নামে এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। পরে তারা গভীর সম্পর্কে জড়িয়ে পড়েন।

রাজু নির্যাতিত নারীকে বিয়ের প্রতিশ্রুতি দেন। ওই নারীর ছোট সন্তানকে নিয়ে লবণচরা থানাধীন প্রত্যাশা আবাসিক এলাকার জনৈক মো. আব্দুল গফ্ফারের বাড়িতে স্বামী-স্ত্রী পরিচয়ে ভাড়াটিয়া হিসেবে বসবাস শুরু করেন। রাজু ওই নারী ও সন্তানের ভরণপোষণ এবং বাড়ি ভাড়া নিয়মিত পরিশোধ করেন এবং তাকে একাধিকবার ধর্ষণ করেন। একপর্যায়ে ওই নারী সন্তান সম্ভাবা হয়ে পড়েন। বিষয়টি রাজুকে অবহিত করে বিয়ের জন্য চাপ দিতে থাকেন। রাজু ওই নারীর কথায় কোনো কর্ণপাত না করে গর্ভের বাচ্চা নষ্ট করে ফেলার জন্য চাপ দিতে থাকেন।

পরবর্তীতে প্রতিবেশীর মাধ্যমে তিনি জানতে পারেন রাজু তাকে না জনিয়ে অন্যত্র বিয়ে করেছেন। এটা জানার পর একাধিকবার তার সঙ্গে যোগাযোগ করে ব্যর্থ হন তিনি। ২০২১ সালের ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজু ফোন করে তাকে গর্ভের সন্তান নষ্ট করে ফেলার জন্য হুমকি দেন। পরবর্তীতে ওই নারী খুলনার লবণচরা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে রাজুকে আসামি করে মামলা করেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী পাবলিক প্রসিকিউটর (পিপি) ফরিদ আহমেদ বলেন, আসামি রাজু গ্রেফতারের পর থেকে কারাগারে ছিলেন। এর আগের কার্যদিবসে রাজু আদালতে ওই নারীকে বিয়ে করা ও তার সন্তানের ভরণপোষণ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করে। আদালত সোমবার (১৩ মার্চ) বিয়ের জন্য দিন ধার্য করেন। সকালে আদালত চত্বরে উভয় পরিবারের সম্মতিতে কাজি ডেকে এনে তাদের বিয়ে সম্পন্ন করা হয়। আদালত রাজুকে অভিযোগ থেকে অব্যাহতি দেন।

এম.নাসির/১৩