ঢাকা ১১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

অপহরণের অভিযোগে ফরিদপুরে গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন ব্যক্তিদের অপহরণ করে তাদের মারপিট এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেবার একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত সোমবার (১৩ নভেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম আকন ওরফে কালু (৩৫) ও মোঃ আবুল কালাম আজাদ (৫০)। তাদের দুইজনের বাড়ি বরগুনা জেলায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরণকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।

পুলিশ সুপার জানান, ঢাক-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওতপেতে থাকা অপহরণকারী একটি চক্র বিভিন্ন ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিতো। এছাড়া অপহরণকৃত ব্যক্তির পরিবারের কাছ থেকেও টাকা নিতো এ চক্রটি। এমন অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন:  ‘পাওনা টাকা দাবি করায়’ অপহরণের পর হত্যা

এম. নাসির/১৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অপহরণের অভিযোগে ফরিদপুরে গ্রেফতার ২

আপডেট সময় : ০৫:১৩:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

বিভিন্ন ব্যক্তিদের অপহরণ করে তাদের মারপিট এবং ভয়ভীতি দেখিয়ে টাকা হাতিয়ে নেবার একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গত সোমবার (১৩ নভেম্বর) রাতে ফরিদপুরের ভাঙ্গা উপজেলার মুনসুরাবাদ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন শাহ আলম আকন ওরফে কালু (৩৫) ও মোঃ আবুল কালাম আজাদ (৫০)। তাদের দুইজনের বাড়ি বরগুনা জেলায়। গ্রেফতারকৃতদের কাছ থেকে অপহরণকৃত ব্যক্তির কাছ থেকে ছিনিয়ে নেওয়া টাকা, বিভিন্ন ব্রান্ডের ৬টি মোবাইল এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাসসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার দুপুরে জেলা পুলিশের পক্ষ থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এসব বিষয় তুলে ধরেন পুলিশ সুপার মোঃ শাহজাহান।

পুলিশ সুপার জানান, ঢাক-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়কে ওতপেতে থাকা অপহরণকারী একটি চক্র বিভিন্ন ব্যক্তিদের মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে অপহরণকারীদের মারপিট করে টাকা হাতিয়ে নিতো। এছাড়া অপহরণকৃত ব্যক্তির পরিবারের কাছ থেকেও টাকা নিতো এ চক্রটি। এমন অভিযোগে পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে গ্রেফতার করে।

আরও পড়ুন:  ‘পাওনা টাকা দাবি করায়’ অপহরণের পর হত্যা

এম. নাসির/১৪