ঢাকা ১০:৫০ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ঢোক গিলতে গলায় ব্যথা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ৪৮ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিভিন্ন কারণে ঢোক গিলতে গলায় ব্যাথা হয়। গলা ব্যাথার মূল কারণ সংক্রমনের ফলে সৃষ্টি প্রদাহ। নরম টালু খাদ্যনালের উপরের অংশ বিভিন্ন জীবাণু সংক্রমণে কারণে হতে পারে।

ধুমপান, ধুলাবালি জ্বালানোর ধোঁয়া দীর্ঘকালের সাইনাসের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এসব নানাবিধির কারণে গলা ব্যাথার কারণ হতে পারে। এ কারণে ঢোক গিলয়ে ব্যথা হয়।

তাছাড়া গরমের ভাইরাসও অ্যালার্জির আক্রমণেও গলা ব্যাথা হয়ে থাকে। এমনকি শুষ্ক আবহাওয়ার কারণে অনেকের গলায় খুসখুসে ভাব হয় যা গলা ব্যাথার অন্যতম কারণ। তবে অবশ্যই গলা ব্যথা থেকে রক্ষা পেতে হলে ধূমপান দূষিত বাতাস থেকে দূরে থাকতে হবে। ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গলা ব্যথা হয়। এ সময় ঢোক গিলতে ব্যথা হয়।

গলায় ইনফেকশনের লক্ষণ

গলা হল শরীরের সেই অঙ্গ যা খাবারকে ইসোফেগাস বা খাদ্যনালী এবং বায়ুকে ট্রাকিয়া (শ্বাসনালী) পর্যন্ত নিয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় গলাকে ফ্যারিংস বলা হয়। গলায় ইনফেকশন বা সংক্রমণ হল এমন এক অবস্থা, যাতে পরজীবী দ্বারা সংক্রমিত হয়, গলা ব্যথা হয় ও অস্বস্তি লাগে এবং খসখস করে। ভাইরাস গলায় সংক্রমণের সাধারণ কারণ, কিন্তু ব্যাক্টেরিয়াও এর কারণ হতে পারে।

গলায় ইনফেকশনের লক্ষণ
ফাইল ফটো

আরও পড়ুন: টিউমার কি ব্যথা হয়

গলায় ইনফেকশনের প্রধান লক্ষণ

গলায় ইনফেশনের লক্ষণ

খাবার গিলতে অসুবিধে হওয়া।
গলায় ব্যথা।
কর্কশ স্বর।
মাথাব্যথা।
কাশি।
গ্রীবার লসিকা গ্রন্থি ফুলে ওঠা।
জ্বর।
বমনেচ্ছা এবং বমি।

গলায় ইনফেকশনের প্রধান লক্ষণ

গলায় সংক্রমণের প্রধান কারণ হল ভাইরাস এবং ব্যাক্টেরিয়া। গলায় প্রায় ৯০% সংক্রমণ ভাইরাসের জন্য হয়। সাধারণত গলায় সংক্রমণের জন্য দায়ী ভাইরাসই ফ্লু, সর্দি, হুপিং কাশি, চিকেনপক্স এবং হামের কারণ। ব্যাক্টেরিয়া ঘটিত গলার সংক্রমণ সাধারণত স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের কারণে। ধূমপান, দূষণ এবং অ্যালার্জি গলায় সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন:

হাঁটুর ব্যথা সারানোর উপায়

দাঁত ব্যথার এন্টিবায়োটিক

মাথার কোন দিকের ব্যথা কোন রোগের লক্ষণ

এম.নাসির/১৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ট্যাগস :

ঢোক গিলতে গলায় ব্যথা

আপডেট সময় : ০৯:৩৩:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

বিভিন্ন কারণে ঢোক গিলতে গলায় ব্যাথা হয়। গলা ব্যাথার মূল কারণ সংক্রমনের ফলে সৃষ্টি প্রদাহ। নরম টালু খাদ্যনালের উপরের অংশ বিভিন্ন জীবাণু সংক্রমণে কারণে হতে পারে।

ধুমপান, ধুলাবালি জ্বালানোর ধোঁয়া দীর্ঘকালের সাইনাসের সমস্যা রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া এসব নানাবিধির কারণে গলা ব্যাথার কারণ হতে পারে। এ কারণে ঢোক গিলয়ে ব্যথা হয়।

তাছাড়া গরমের ভাইরাসও অ্যালার্জির আক্রমণেও গলা ব্যাথা হয়ে থাকে। এমনকি শুষ্ক আবহাওয়ার কারণে অনেকের গলায় খুসখুসে ভাব হয় যা গলা ব্যাথার অন্যতম কারণ। তবে অবশ্যই গলা ব্যথা থেকে রক্ষা পেতে হলে ধূমপান দূষিত বাতাস থেকে দূরে থাকতে হবে। ধূমপান প্রত্যক্ষ বা পরোক্ষভাবে গলা ব্যথা হয়। এ সময় ঢোক গিলতে ব্যথা হয়।

গলায় ইনফেকশনের লক্ষণ

গলা হল শরীরের সেই অঙ্গ যা খাবারকে ইসোফেগাস বা খাদ্যনালী এবং বায়ুকে ট্রাকিয়া (শ্বাসনালী) পর্যন্ত নিয়ে যায়। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় গলাকে ফ্যারিংস বলা হয়। গলায় ইনফেকশন বা সংক্রমণ হল এমন এক অবস্থা, যাতে পরজীবী দ্বারা সংক্রমিত হয়, গলা ব্যথা হয় ও অস্বস্তি লাগে এবং খসখস করে। ভাইরাস গলায় সংক্রমণের সাধারণ কারণ, কিন্তু ব্যাক্টেরিয়াও এর কারণ হতে পারে।

গলায় ইনফেকশনের লক্ষণ
ফাইল ফটো

আরও পড়ুন: টিউমার কি ব্যথা হয়

গলায় ইনফেকশনের প্রধান লক্ষণ

গলায় ইনফেশনের লক্ষণ

খাবার গিলতে অসুবিধে হওয়া।
গলায় ব্যথা।
কর্কশ স্বর।
মাথাব্যথা।
কাশি।
গ্রীবার লসিকা গ্রন্থি ফুলে ওঠা।
জ্বর।
বমনেচ্ছা এবং বমি।

গলায় ইনফেকশনের প্রধান লক্ষণ

গলায় সংক্রমণের প্রধান কারণ হল ভাইরাস এবং ব্যাক্টেরিয়া। গলায় প্রায় ৯০% সংক্রমণ ভাইরাসের জন্য হয়। সাধারণত গলায় সংক্রমণের জন্য দায়ী ভাইরাসই ফ্লু, সর্দি, হুপিং কাশি, চিকেনপক্স এবং হামের কারণ। ব্যাক্টেরিয়া ঘটিত গলার সংক্রমণ সাধারণত স্ট্রেপ্টোকক্কাল সংক্রমণের কারণে। ধূমপান, দূষণ এবং অ্যালার্জি গলায় সংক্রমণের ঝুঁকি বাড়িয়ে তুলতে পারে।

আরও পড়ুন:

হাঁটুর ব্যথা সারানোর উপায়

দাঁত ব্যথার এন্টিবায়োটিক

মাথার কোন দিকের ব্যথা কোন রোগের লক্ষণ

এম.নাসির/১৬