সংবাদ শিরোনাম ::
মিরপুরে বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৪:২৯:০৮ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে

দুর্বৃত্তরা মিরপুরে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে।
আজ রোববার (১২ নভেম্বর) দুপুর ১টার দিকে মিরপুর ১০ নম্বর গোলচত্বর এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের কর্মকর্তা তালহা বিন জসিম বলেন, ‘দুপুর ১টা ১০ মিনিটে আমরা আগুন লাগার খবর পাই। আমাদের দুটি ইউনিট দুপুর সোয়া ১টায় আগুন নিয়ন্ত্রণে আনে।’
এর আগে ভোর ৬টার দিকে রাজধানীর সূত্রাপুরে মালঞ্চ পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আজ রোববার সকাল থেকে ঢাকাসহ সারাদেশে চতুর্থ দফায় বিএনপির ডাকা ৪৮ ঘণ্টার প্রথমদিনের অবরোধ চলছে।
আরও পড়ুন: রাইদা পরিবহনের বাসে আগুন
এম.নাসির/১২