ঢাকা ১০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

তথ্যমন্ত্রী চতুর্থ ডোজ টিকা নিতে বললেন বিএনপিকে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ৩০ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদক :

চতুর্থ ডোজ টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সুস্থ থেকে বিরোধিতা করুক—এটাই চাই আমরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নারীর ক্ষমতায়ন: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর যত উন্নয়ন হয়েছে তা কেউ আগে কল্পনাও করেনি বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নারীর কেবল রাজনৈতিক ক্ষমতায়ন নয়, সামাজিকসহ সকল ক্ষেত্রে ক্ষমতায়ন করেছেন শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখা এখন বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছেন। বর্তমানে ২২ ধরনের ভাতা দেওয়া হয়।

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনেই বলা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় দেশগুলোয় ফ্রি টিকা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু শেখ হাসিনা ফ্রি টিকা দিয়েছেন। তৃতীয় ডোজের পর এখন চতুর্থ ডোজ টিকা দেওয়ার জন্য ডাকাডাকি হচ্ছে।

দেশের এই অগ্রগতি বিএনপির পছন্দ নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, টিকা নিয়ে তারা নানা ধরনের গুজব রটিয়েছে। উনারা মাথায় ঘোমটা পরে টিকা নিতে গিয়েছে। রিজভী সাহেব নাকি চাদর মাথায় দিয়ে টিকা নিতে গিয়েছে। আমরা বিএনপিকে চতুর্থ ডোজ টিকা নেওয়ার অনুরোধ করবো। তারা সুস্থ থেকে আমাদের বিরোধিতা করুক—এটাই চাই।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের মহিলা সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৬ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করে মহিলা আওয়ামী লীগ।

এম.নাসির/১৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তথ্যমন্ত্রী চতুর্থ ডোজ টিকা নিতে বললেন বিএনপিকে

আপডেট সময় : ০১:২৯:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদক :

চতুর্থ ডোজ টিকা নেওয়ার অনুরোধ জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপি সুস্থ থেকে বিরোধিতা করুক—এটাই চাই আমরা।

বৃহস্পতিবার (১৬ মার্চ) বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘নারীর ক্ষমতায়ন: বঙ্গবন্ধু থেকে শেখ হাসিনা’ শীর্ষক আলোচনা সভা ও সম্মাননা প্রদানের আয়োজন করে মহিলা আওয়ামী লীগ।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশে নারীর যত উন্নয়ন হয়েছে তা কেউ আগে কল্পনাও করেনি বলে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেন, নারীর কেবল রাজনৈতিক ক্ষমতায়ন নয়, সামাজিকসহ সকল ক্ষেত্রে ক্ষমতায়ন করেছেন শেখ হাসিনা।

হাছান মাহমুদ বলেন, সন্তানের পরিচয়ের ক্ষেত্রে বাবার পাশাপাশি মায়ের নাম লেখা এখন বাধ্যতামূলক। প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নে নানামুখী পদক্ষেপ নিয়েছেন। তিনি দেশকে একটি সামাজিক কল্যাণ রাষ্ট্রে পরিণত করেছেন। বর্তমানে ২২ ধরনের ভাতা দেওয়া হয়।

করোনা মহামারির মধ্যেও বাংলাদেশের মাথাপিছু আয় ভারতকে ছাড়িয়েছে উল্লেখ করে তিনি বলেন, এটা আন্তর্জাতিক মুদ্রা তহবিলের প্রতিবেদনেই বলা হয়েছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রের দুটি ব্যাংক বন্ধ হয়ে গেছে। ইউরোপীয় দেশগুলোয় ফ্রি টিকা দেওয়া সম্ভব হয়নি। কিন্তু শেখ হাসিনা ফ্রি টিকা দিয়েছেন। তৃতীয় ডোজের পর এখন চতুর্থ ডোজ টিকা দেওয়ার জন্য ডাকাডাকি হচ্ছে।

দেশের এই অগ্রগতি বিএনপির পছন্দ নয় মন্তব্য করে হাছান মাহমুদ বলেন, টিকা নিয়ে তারা নানা ধরনের গুজব রটিয়েছে। উনারা মাথায় ঘোমটা পরে টিকা নিতে গিয়েছে। রিজভী সাহেব নাকি চাদর মাথায় দিয়ে টিকা নিতে গিয়েছে। আমরা বিএনপিকে চতুর্থ ডোজ টিকা নেওয়ার অনুরোধ করবো। তারা সুস্থ থেকে আমাদের বিরোধিতা করুক—এটাই চাই।

মহিলা আওয়ামী লীগের সভাপতি মেহের আফরোজ চুমকির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের মহিলা সম্পাদক জাহানারা বেগম প্রমুখ। অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে অবদান রাখার স্বীকৃতি স্বরূপ ৬ জন নারীকে বিশেষ সম্মাননা প্রদান করে মহিলা আওয়ামী লীগ।

এম.নাসির/১৬