রাউন্ড দ্য ক্লকের ২০ বছর পূর্তীতে ‘বসন্তে ভালোসা’য় মুগ্ধ দর্শকশ্রোতা

- আপডেট সময় : ০১:০৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ১৩ মার্চ ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লক লিমিটেড ২০ বছর উদযাপনসহ ‘বসন্তে ভালোবাসা’ শিরোনামে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে।
মঙ্গলবার (১১ মার্চ) রাত ৯ টায় রাজধানীর বনানী শেরাটন হোটেলে ‘বসন্তে ভালোসা’শিরোনামে অনুষ্ঠানটি মনোমুগ্ধকর বাঁশির সুর দিয়ে শুরু হয়।
পুরো হলরুমে লেজার লাইট শো প্রদর্শিত হওয়ার পর বিশ্ব ভালোবাসার স্পন্দন রোমিও জুলিয়েট ও ক্লিওপেট্রা-অ্যান্টনির ওপর স্বল্পদৈর্ঘ চিত্রনাট্য প্রদশিত হয়। তুলে ধরা হয় তাদের অমর প্রেম কাহিনির অংশ বিশেষ। এরপর মঞ্চে সুরের মুর্ছনায় অভিনেতা নিরব এবং আনিয়ানা মনোমুগ্ধকর নৃত্য নিয়ে উপস্থিত হলে বদলে যায় পুরো হলের আবহ।
‘বসন্তে ভালোবাসা’য় একজোড়া সফল দম্পত্বির প্রেমময় জীবনের গল্প উপভোগ করেন উপস্থিত দর্শক শ্রোতা। নৃত্যশিল্পী প্রিন্স তার দল নিয়ে সুরের মূর্ছনায় মাতিয়ে রাখেন কিছু সময়ের জন্য দর্শকদের।
কর্পোরেট জগতকে বাই বাই টাটা জানিয়ে নাভিদ মাহবুব যখন একজন পুরোদস্তুর আধুনিক কমেডিয়ান তখন সেটার স্বাদটাও ভিন্ন। আর সেই হাস্যরসের মাঝে হেলেদুলে দর্শকদের পেটে ব্যথা তুলে মঞ্চ থেকে বিদায় নেন তিনি। এই প্রজন্মের তারুণ্যের বুকে কাপুঁনি লাগানো উপস্থাপনা নিয়ে মঞ্চে আসেন রক স্টার আতিক ডালিম, কিছু সময়ের জন্য উত্তাল উন্মাদনায় মেতে ওঠে হল রুমের পুরোটাই।
সংগীত শিল্পী নিলিমা নিগারের কন্ঠে গানটিও ছিলো উপভোগ্য। ভারতের কন্ঠশিল্পী নির্ঝর পরিবেশন করেন জনপ্রিয় হিন্দি গান। দর্শকশ্রোতা কিছু সময়ের জন্য আবারো হারিয়ে যান ভিন্ন এক আবেগে।
উপস্থিত সকলে অপেক্ষা করছিলেন দেশের তুমুল জনপ্রিয় সংগীত শিল্পী হৃদয় খানের। তিনি মঞ্চে পা রাখতেই পুরোটাই পাল্টে যেতে থাকে বলরুমের পরিবেশ। সব বয়সি মানুষ দুলতে থাকে হৃদয় খানের সুরের মুর্ছনায়। মধ্যরাত অবধি হৃদয় খান বসন্তের ভালোবাসায় মাতিয়ে রাখেন উপস্থিত দর্শক শ্রোতাদের।
চমৎকার উপস্থাপনায় শান্তা জাহান উপভোগ্য করে তোলেন ‘বসন্তে ভালোবাসা’ আয়োজনকে। ‘বসন্তে ভালোবাসা’ অনুষ্ঠানের স্পন্সরে ছিলো ভাইয়া গ্রুপ।
ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান রাউন্ড দ্য ক্লক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী সালমান মাহমুদ বলেন, ‘এখন থেকে প্রতি বছর আমরা ‘বসন্তে ভালোবাসা’ উদযাপন করবো। অনেক বড় করে এবং বড় পরিসরে। শুধু দেশে বাইরের কিছু দেশে বসন্তের স্পর্শ ছুঁয়ে দিতে চেষ্টা থাকবে। ভিন দেশিদের মাঝে বাঙালী কালচার নিয়ে কাজ করবে রাউন্ড দ্য ক্লক।’