ঢাকা ০৯:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সংগীতশিল্পী সায়ান

বিনোদন প্রতিবেদক
  • আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২০ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের আগ্রাসন। এই সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এবার সেই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য গান বাঁধলেন দেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানের শিরোনাম ‘আমার নাম প্যালেস্টাইন’। গত মঙ্গলবার গানের এক ঝলক গেয়ে শোনান সায়ান।

শিল্পী জানান, ‘গানটা আমার প্রতিবাদ প্রকাশের একটি ভঙ্গি। আমি ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমি স্বাধীনতার পক্ষে। আমি পেছনের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। এটা আপনারা ইতিহাস ঘটলেই বুঝতে পারবেন’।

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সংগীতশিল্পী সায়ান
– সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান

‘আমি শুধু এটুকু বলি, একটা জাতি দীর্ঘদিন ধরে তার জায়গার জন্য সংগ্রাম করে আসছে। কিন্তু কীভাবে তারা ঠকে যাচ্ছে বারবার! তাদের অস্তিত্বটা দিন দিন কীভাবে কমে আসছে। আমাদের এই মাটিতেও গণহত্যা হয়েছিল। তখন পৃথিবীর অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং একটা সময় আমরা লড়াই করে এই দেশটাকে পেয়েছি।’

সায়ান আরও বলেন, ‘ফিলিস্তিনের এই সময়টাকে যুদ্ধ বলব কিনা বুঝতে পারছি না। এটা তো সরাসরি এক গণহত্যা; সেটা আর যুদ্ধ তো এক নয়। এর বিপক্ষে আমার স্পষ্ট অবস্থান এবং আমি সবাইকে আহ্বান জানাব, আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে আছেন, তারা আওয়াজ তুলবেন।’এই গায়ক জানান, ‘আমার নাম প্যালেস্টাইন’ গানের সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত। গানটি খুব শিগগিরই প্রকাশ হবে সায়ানের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন:

ঢাকা-৮ আসনে লড়তে চান কণ্ঠশিল্পী এসডি রুবেল

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সংগীতশিল্পী সায়ান

আপডেট সময় : ০৬:৪৬:৫৭ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩

প্রায় ১ মাসেরও বেশি সময় ধরে গাজা উপত্যকায় চলছে ইসরায়েলের আগ্রাসন। এই সংঘাতের উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিভিন্ন দেশে। এবার সেই যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিনের জন্য গান বাঁধলেন দেশের সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান। গানের শিরোনাম ‘আমার নাম প্যালেস্টাইন’। গত মঙ্গলবার গানের এক ঝলক গেয়ে শোনান সায়ান।

শিল্পী জানান, ‘গানটা আমার প্রতিবাদ প্রকাশের একটি ভঙ্গি। আমি ফিলিস্তিনের পক্ষের মানুষ, আমি স্বাধীনতার পক্ষে। আমি পেছনের ইতিহাস নিয়ে বিস্তারিত আলোচনা করতে চাই না। এটা আপনারা ইতিহাস ঘটলেই বুঝতে পারবেন’।

ফিলিস্তিনিদের জন্য গাইলেন সংগীতশিল্পী সায়ান
– সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ান

‘আমি শুধু এটুকু বলি, একটা জাতি দীর্ঘদিন ধরে তার জায়গার জন্য সংগ্রাম করে আসছে। কিন্তু কীভাবে তারা ঠকে যাচ্ছে বারবার! তাদের অস্তিত্বটা দিন দিন কীভাবে কমে আসছে। আমাদের এই মাটিতেও গণহত্যা হয়েছিল। তখন পৃথিবীর অনেক মানুষ আমাদের পাশে দাঁড়িয়েছিল এবং একটা সময় আমরা লড়াই করে এই দেশটাকে পেয়েছি।’

সায়ান আরও বলেন, ‘ফিলিস্তিনের এই সময়টাকে যুদ্ধ বলব কিনা বুঝতে পারছি না। এটা তো সরাসরি এক গণহত্যা; সেটা আর যুদ্ধ তো এক নয়। এর বিপক্ষে আমার স্পষ্ট অবস্থান এবং আমি সবাইকে আহ্বান জানাব, আপনারা যারা ফিলিস্তিনের পক্ষে আছেন, তারা আওয়াজ তুলবেন।’এই গায়ক জানান, ‘আমার নাম প্যালেস্টাইন’ গানের সংগীতায়োজন করেছেন শফিকুজ্জামান শাওন। ভিডিও নির্মাণ করেছেন প্রভাত। গানটি খুব শিগগিরই প্রকাশ হবে সায়ানের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।

আরও পড়ুন:

ঢাকা-৮ আসনে লড়তে চান কণ্ঠশিল্পী এসডি রুবেল

/আবদুর রহমান খান/