ইডেন গার্ডেন্সে ‘রথ দেখা ও কলা বেচা’ রাজ-মন্দিরার!

- আপডেট সময় : ০৮:২১:২৭ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ৪০ বার পড়া হয়েছে

ইডেন গার্ডেন্সে বসেছে বাংলাদেশিদের মেলা। না, খেলা দেখতেই গেছেন। বাংলাদেশ-নেদারল্যান্ডসের মধ্যকার আইসিসি ২০২৩ বিশ্বকাপের ম্যাচ। আর এতে গ্যালারিতে দেখা গেল চিত্রনায়ক শরিফুল রাজকে। শুধু তিনিই নয়, তার সঙ্গে আছেন আরেক অভিনেত্রী মন্দিরা! কী করছেন তারা? জানালেন, রথ দেখা ও কলা বেচা দুটো করতেই গিয়েছেন তারা।
শরিফুল রাজ ও মন্দিরাকে দেখা যাবে গিয়াস উদ্দিন সেলিমের ‘কাজলরেখা’ সিনেমায়। যা আগামী বছরের ৯ ফেব্রুয়ারি আসছে পর্দায়। আর তারই অংশ হিসেবে মাঠে প্রচারণা চালাচ্ছেন তারা। বর্তমানে রাজ-মন্দিরা-সেলিমসহ আরো কয়েকজন সিনেমার প্রচারণায় ভারত অবস্থান করছেন।
তিনি আরও বলেন, ‘যেহেতু মুক্তির তারিখ ঠিক হয়েছে, তাই আমরা প্রচার-প্রচারণা শুরু করতে চাই। বিশ্বকাপ ক্রিকেটে বাংলাদেশ খেলছে। বাংলাদেশের ক্রিকেটপ্রেমী প্রচুর দর্শক বিভিন্ন মাধ্যমে খেলা দেখছেন, তাই এই সুযোগটা কাজে লাগাচ্ছি।’
শুধু এই ম্যাচই নয়, আগামী ৩১ অক্টোবর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের খেলা হবে কলকাতার ইডেন গার্ডেন্সে মাঠে। আর টাইগারদের শুভকামনা জানাতে দুটি খেলায় গ্যালারিতে উপস্থিত থাকবে ‘কাজল রেখা’র নায়ক, নায়িকা ও কলাকুশলীরা।
/আবদুর রহমান খান/