ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ইসিতে নিরাপত্তা জোরদার

কাল ঘোষণা হতে পারে তপশিল

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩ ৩৫ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ইঙ্গিত দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এদিকে আজ থেকেই নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল পূর্বের চেয়ে বেশি।

নির্বাচন কমিশন ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

জানা গেছে, আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানেই সিদ্ধান্ত হবে কবে ঘোষণা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সূত্রে জানা গেছে, এ বৈঠকের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল।

উল্লেখ্য, গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

যেহেতু নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আর মাত্র একদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তপশিল ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দিবেন সিইসি

এম.নাসির/১৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসিতে নিরাপত্তা জোরদার

কাল ঘোষণা হতে পারে তপশিল

আপডেট সময় : ০২:৫১:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ নভেম্বর ২০২৩

আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা হতে পারে কাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সেই ইঙ্গিত দিয়েছেন। চূড়ান্ত সিদ্ধান্ত নিতে আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। এদিকে আজ থেকেই নির্বাচন কমিশন ভবনের আশেপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

আজ মঙ্গলবার (১৪ নভেম্বর) সকাল থেকে নির্বাচন কমিশনের সামনে ও আশেপাশে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের তৎপরতা ছিল পূর্বের চেয়ে বেশি।

নির্বাচন কমিশন ভবনের সামনে চারটি দলে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে। যা গতকাল বা তার আগে ছিল না। এছাড়া, নির্বাচন কমিশন ভবনে ঢুকতে হলেও পুলিশি জেরার মধ্যে পড়তে হচ্ছে সবাইকে। পাশাপাশি পুলিশি টহলও বাড়ানো হয়েছে। কিছুক্ষণ পরপরই পুলিশের গাড়ি নির্বাচন কমিশনের সামনে দিয়ে টহল দিচ্ছে।

জানা গেছে, আগামীকাল বুধবার বিকেল ৫টায় তফসিল নিয়ে বৈঠকে বসবে নির্বাচন কমিশন। সেখানেই সিদ্ধান্ত হবে কবে ঘোষণা হবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল। সূত্রে জানা গেছে, এ বৈঠকের পরই জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে তফসিল ঘোষণা করবেন প্রধান নির্বাচন কমিশনার (ইসি) কাজী হাবিবুল আউয়াল।

উল্লেখ্য, গতকাল সোমবার নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম গণমাধ্যমকে জানিয়েছেন, চলতি মাসের প্রথমার্ধেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপশিল ঘোষণা করা হবে।

যেহেতু নভেম্বর মাসের প্রথমার্ধের বাকি আছে আর মাত্র একদিন। ইসি সচিবের বক্তব্য অনুসারে বুধবার অথবা বৃহস্পতিবার তপশিল ঘোষণার একটা সম্ভাবনা রয়েছে।

এদিকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে ইসি। সেখানে দেখা যায়, দেশে বর্তমান মোট ভোটার ১১ কোটি ৯৬ লাখ ৯১ হাজার ৬৩৩ জন। ইসির দেওয়া তথ্যানুযায়ী, মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৭ লাখ ৭১ হাজার ৫৭৯ জন এবং নারী ভোটার ৫ কোটি ৮৯ লাখ ১৯ হাজার ২০২ জন। আর হিজড়া ভোটার ৮৫২।

আরও পড়ুন: জাতির উদ্দেশে ভাষণ দিবেন সিইসি

এম.নাসির/১৪