সুবিধাবঞ্চিত শিশু-কিশোরদের সাথে
‘আমাদের ছোট রাসেল সোনা’ চলচ্চিত্রটি উপভোগ করলেন পলক

- আপডেট সময় : ০৮:২৪:২৫ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

আমাদের ছোট রাসেল সোনা
শেখ রাসেল দিবস ২০২৩ উপলক্ষে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মোবাইল গেইম এন্ড
অ্যাপ্লিকেশন প্রকল্পের উদ্যোগে নির্মিত থ্রিডি অ্যানিমেটেড স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র
‘আমাদের ছোট রাসেল সোনা’ উপভোগ করলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
আজ বুধবার (১৮ অক্টোবর) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু সামরিক জাদুঘরের সিনেপ্লেক্সে চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
পথ ও সুবিধাবঞ্চিত শিশু-কিশোরসহ বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের সাথে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী
জুনাইদ আহমেদ পলক স্বপরিবারে চলচ্চিত্রটি উপভোগ করেন।
দেশ ও বিশ্বের ভবিষ্যত প্রজন্মের কাছে শেখ রাসেলকে তুলে ধরতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার লেখা বই
‘আমাদের ছোট রাসেল সোনা’ থেকে ধারণা নিয়ে চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে।
চলচ্চিত্রটি উপভোগ শেষে আইসিটি প্রতিমন্ত্রী তাঁর প্রতিক্রিয়ায় বলেন,
আমরা চাই বাংলাদেশসহ সারা বিশ্ব যেন শিশুদের জন্য নিরাপদ আবাসভূমি হিসেবে গড়ে ওঠে।
শিশু রাসেলের হত্যার বিচার দাবি
আর কাউকে কোনদিন যেনো শিশু রাসেলের মতো এমন নির্মম হত্যার শিকার হতে না হয়।
পাশাপাশি যারা শিশু হত্যাকারি তাদের মধ্যে যারা আমেরিকা ও কানাডায় পলাতক অবস্থায় রয়েছে
তাদেরকে যেনো ফিরিয়ে এনে বিচারের আওতায় আনা যায়, সেই সকল দেশ ও
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার কাছে তিনি জোর দাবি জানান।
অনুষ্ঠানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. সামসুল আরেফিন,
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মহাপরিচালক মো. মোস্তফা কামাল,
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের মহাসচিব কে এম শহিদ উল্যা, প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন
এ সময় হিসেবে উপস্থিত ছিলেন।
আরও পড়ুন:
যৌথ সহযোগিতা ছাড়া সাইবার স্পেস সুরক্ষিত রাখা সম্ভব নয়: পলক
এএমএন/১৮