হাওরের ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ’

- আপডেট সময় : ০৮:০৮:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ৪৩ বার পড়া হয়েছে

সুনামগঞ্জ সংবাদদাতা :
সুনামগঞ্জের হাওরে ফসল রক্ষা বাঁধের ৯৫ ভাগ কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন, পানিসম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক। যে বাঁধে ঘাস লাগানো শেষ হয়েছে সেই কাজকেই আমরা সম্পূর্ণরূপে হয়েছে মনে করি।
বুধবার (১৫ মার্চ) দুপুরে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলার বরাম হাওরের ফসল রক্ষা বাঁধ পরিদর্শনের সময় এসব কথা বলেন মন্ত্রী।
তিনি আরও বলেন, হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণে ডেট লাইন দিয়ে কাজ করা সম্ভব হবে না। বাঁধ নির্মাণে হাওরে পরিবেশ ও প্রাকৃতিক বিষয় রয়েছে। ফসল রক্ষা বাঁধের কাজ সময় বেঁধে ভবিষ্যতে করা ও সম্ভব হবে না।
এসময় উপস্থিত ছিলেন- সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য শামীমা আক্তার খানম, জেলা প্রশাসক দিদারের আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী, পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহা পরিচালক এসএম শহীদুল ইসলাম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার।
গত ২৮ ফেব্রুয়ারি হাওরে ফসল রক্ষা বাঁধের কাজ শেষ করার মেয়াদ থাকলেও আরও দশদিন মেয়াদ বাড়িয়েও শেষ হয়নি হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজ।
এম.নাসির/১৫