ঢাকা ১০:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩ ২৫ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নিজস্ব প্রতিবেদন

হজ নিবন্ধনের বর্ধিত সময়ও শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। চলতি বছর তিনবার বৃদ্ধি করা হয়েছে হজ নিবন্ধনের সময়। প্রতিবছর হজ নিবন্ধনের সুযোগ পেতে হজগমনেচ্ছুরা নানামুখী তৎপরতা চালালেও এ বছর এক লাফে লক্ষাধিক টাকা খরচ বাড়ায় ভিন্ন চিত্র দেখা গেছে। গতকাল পর্যন্ত বাংলাদেশিদের হজ নিবন্ধনের কোটা পূরণ হয়নি। এখনো নিবন্ধন বাকি ২২ হাজার।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, ২৩শে ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

এদিকে হজের খরচ বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হজ নিবন্ধনের সময় শেষ হচ্ছে আজ

আপডেট সময় : ০৬:৪৮:০৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ মার্চ ২০২৩

নিজস্ব প্রতিবেদন

হজ নিবন্ধনের বর্ধিত সময়ও শেষ হচ্ছে আজ বৃহস্পতিবার। চলতি বছর তিনবার বৃদ্ধি করা হয়েছে হজ নিবন্ধনের সময়। প্রতিবছর হজ নিবন্ধনের সুযোগ পেতে হজগমনেচ্ছুরা নানামুখী তৎপরতা চালালেও এ বছর এক লাফে লক্ষাধিক টাকা খরচ বাড়ায় ভিন্ন চিত্র দেখা গেছে। গতকাল পর্যন্ত বাংলাদেশিদের হজ নিবন্ধনের কোটা পূরণ হয়নি। এখনো নিবন্ধন বাকি ২২ হাজার।

এর আগে গত ৮ ফেব্রুয়ারি হজযাত্রী নিবন্ধন শুরু হয়, ২৩শে ফেব্রুয়ারি নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নিবন্ধনে সাড়া না পাওয়ায় পরে সময় আরও ৫ দিন বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি পর্যন্ত করা হয়। এরপরও নিবন্ধন কম ছিল। পরে নিবন্ধনের শেষ সময় বাড়িয়ে ৭ মার্চ করা হয়। এবার বাড়িয়ে ১৬ মার্চ করা হলো।

এদিকে হজের খরচ বৃদ্ধি নিয়ে ব্যাপক আলোচনার মধ্যে হজযাত্রীদের বিমান ভাড়া কমানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। বিমান ভাড়া এক লাখ ৯৭ হাজার ৭৯৭ টাকা থেকে কমিয়ে এক লাখ ৫০ হাজার টাকা করার সুপারিশ করা হয়েছে। গতকাল সংসদ ভবনে অনুষ্ঠিত ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।

সৌদি আরবের সঙ্গে হজ চুক্তি অনুযায়ী, এ বছর বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ পালন করার সুযোগ পাবেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় যাবেন ১৫ হাজার হজযাত্রী। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৭শে জুন (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হবে।