শিশুদের হার্টের ছিদ্র চিকিৎসায় সফলতা

- আপডেট সময় : ০২:৫০:০৯ অপরাহ্ন, শনিবার, ১৮ মার্চ ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক
জন্মগতভাবে হার্টে ছিদ্র থাকা শিশুদের চিকিৎসায় এগিয়ে এসেছে জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল। ১০ বছর ধরে বিভিন্ন দাতব্য সংস্থার সহায়তায় প্রায় ১ হাজার শিশুর হার্টের ছিদ্র সারিয়ে তুলেছে। এবছরও কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বিনামূল্যে একশ’রও বেশি শিশুকে চিকিৎসা দেয়া হয়েছে।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতাল এবং কিছু বেসরকারি সংস্থা হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসায় এগিয়ে এসেছে। কাতার রেডক্রিসেন্ট সোসাইটির সহায়তায় বিনামূল্যে শিশুদের হার্টে বসানো হচ্ছে একটি যন্ত্র। অর্থনৈতিকভাবে অসচ্ছল প্রায় ১১৪ জন শিশু পেয়েছে এই সুযোগ।
কাতার রেডক্রিসেন্ট সোসাইটির বাংলাদেশ প্রতিনিধি ডাক্তার কাজী হাসান মুরাদ জানান, রেডক্রিসেন্ট সোসাইটি সবসময় মানুষের সহায়তায় এগিয়ে আসে। দরিদ্র মানুষের জন্যই এ ধরণের উদ্যোগ।
জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক মীর জামাল উদ্দিন জানান, রক্তনালীর অপারেশনের মাধ্যমে অথবা ডিভাইস বসিয়ে হার্টে ছিদ্র নিয়ে জন্ম নেয়া শিশুদের চিকিৎসা করা যায়। এই ডিভাইসগুলোর মূল্য অনেক বেশি। দরিদ্রদের পক্ষে এই ব্যয় বহন করা প্রায় অসম্ভব।
রেড ক্রিসেন্ট সোসাইটির মতো অন্যান্য প্রতিষ্ঠান এগিয়ে আসলে দরিদ্র মানুষের উপকার হবে বলে মত দেন তিনি।