ঢাকা ০৯:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

রাবি ক্যাম্পাস ফিরেছে চেনা কোলাহল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩ ২৮ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারো সেই চিরচেনা রূপে ফিরেছে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) থেকে একাডেমিক কার্যক্রমে ফিরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষা চলছে যথারীতি।

ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাস ফিরেছে কোলাহল। বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল থেকে ক্যাম্পাসের সব দোকানপাট খুলতে শুরু করে। টুকিটাকি ও পরিবহন চত্বরের দোকানগুলোয় ফিরেছে শিক্ষার্থীদের কোলাহল।

বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। ক্লাসে শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কোনো কোনো বিভাগে পরীক্ষাও অনুষ্ঠিত হতে দেখা যায়। শিক্ষার্থী বলছেন, দু’দিন পর ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাস আগের পরিবেশ ফিরে পেয়েছে।

এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক দূর-দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি। আমরা চাই ক্যাম্পাস সব সময় শান্ত থাকুক। তবে আমাদের সঙ্গে স্থানীয়রা ও পুলিশ যেটা করেছে তা কখনোই ঠিক করেনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পরিস্থিতি খারাপ থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার সবকিছু স্বাভাবিক। ক্যাম্পাস স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এদিকে সংঘর্ষের ঘটনার তিনদিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করায় ঢাকা-রাজশাহী মহাসড়ক স্বাভাবিক হয়েছে। চলছে দূরপাল্লার বাস। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

শনিবারৱ সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয় এক রাবি শিক্ষার্থীর। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে। এতে আহত হয় শতাধিক শিক্ষার্থী।

রইস/১৪

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

রাবি ক্যাম্পাস ফিরেছে চেনা কোলাহল

আপডেট সময় : ০৮:৫০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ মার্চ ২০২৩

রাবি সংবাদদাতা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আবারো সেই চিরচেনা রূপে ফিরেছে। শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনায় দুই দিন বন্ধ থাকার পর মঙ্গলবার (১৪ মার্চ) থেকে একাডেমিক কার্যক্রমে ফিরে গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়। ক্লাস ও পরীক্ষা চলছে যথারীতি।

ক্লাসে ফিরছেন শিক্ষক-শিক্ষার্থীরা। ক্যাম্পাস ফিরেছে কোলাহল। বিশ্ববিদ্যালয়ের সামনের ঢাকা-রাজশাহী মহাসড়কেও স্বাভাবিক হয়েছে যান চলাচল। সকাল থেকে ক্যাম্পাসের সব দোকানপাট খুলতে শুরু করে। টুকিটাকি ও পরিবহন চত্বরের দোকানগুলোয় ফিরেছে শিক্ষার্থীদের কোলাহল।

বিভিন্ন বিভাগ সরেজমিনে ঘুরে দেখা গেছে, শিক্ষকরা ক্লাসে ফিরেছেন। ক্লাসে শিক্ষার্থীদের ভিড় চোখে পড়ার মতো। কোনো কোনো বিভাগে পরীক্ষাও অনুষ্ঠিত হতে দেখা যায়। শিক্ষার্থী বলছেন, দু’দিন পর ক্লাসে ফিরতে পেরে ভালো লাগছে। ক্যাম্পাস আগের পরিবেশ ফিরে পেয়েছে।

এক শিক্ষার্থী বলেন, আমরা অনেক দূর-দূরান্ত থেকে পড়াশোনা করতে আসি। আমরা চাই ক্যাম্পাস সব সময় শান্ত থাকুক। তবে আমাদের সঙ্গে স্থানীয়রা ও পুলিশ যেটা করেছে তা কখনোই ঠিক করেনি। আমরা এর সুষ্ঠু বিচার চাই।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, পরিস্থিতি খারাপ থাকায় শিক্ষার্থীদের কথা চিন্তা করে ক্লাস-পরীক্ষা বন্ধ ছিল। মঙ্গলবার থেকে আবার সবকিছু স্বাভাবিক। ক্যাম্পাস স্বাভাবিক ও নিরাপদ রাখতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এদিকে সংঘর্ষের ঘটনার তিনদিন পর আন্দোলন কর্মসূচি স্থগিত করায় ঢাকা-রাজশাহী মহাসড়ক স্বাভাবিক হয়েছে। চলছে দূরপাল্লার বাস। সকালে বিশ্ববিদ্যালয়ের মূল ফটকের সামনে রাজশাহী-ঢাকা মহাসড়কে এমন চিত্র দেখা গেছে।

শনিবারৱ সন্ধ্যায় বাসের ভাড়া নিয়ে সুপারভাইজার ও হেলপারের সঙ্গে বাগবিতণ্ডা হয় এক রাবি শিক্ষার্থীর। এ নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার গ্যাস ছুঁড়ে ও লাঠিপেটা করে। এতে আহত হয় শতাধিক শিক্ষার্থী।

রইস/১৪