ঢাকা ১১:২৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

মনোনয়ন বিষয়ে জানতে বিএনপিসহ ৪৪ দলকে ইসির চিঠি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩ ১৭ বার পড়া হয়েছে

- নির্বাচন ভবন

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪৪ টি দলকে চিঠি দিয়েছে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার সইয়ে মনোনয়ন দেয়া হবে, সে বিষয়ে জানতে চেয়ে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৮ নভেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে। এ ছাড়া, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত নির্বাচন ও দলীয় বা জোটের প্রার্থীর মনোনয়নের বিষয়ে জানাতে বিএনপিকে চিঠি দিয়েছে ইসি। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। অন্যদিকে বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাবন্দি।

বিএনপিকে দেয়া চিঠিতে ইসি উল্লেখ করেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২.(৩ক) দফা(২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সঙ্গে দলিলাদি সংযুক্ত করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী মাধ্যমে স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। যে প্রার্থীকে উক্ত দলের পক্ষ হইতে মনোনয়ন দেয়া হয়েছে।

তবে শর্ত থাকে যে, কোনো নিবন্ধিত দলের পক্ষ হতে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া যাবে এবং একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে হইলে তাহাদের প্রার্থিতা অনুচ্ছেদ ১৬ এর দফা (২) সাপেক্ষ হবে। ১৬.(২) যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, সে ক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি, থেকে স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দিতে হয়।

আর প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা এর পূর্বে, তিনি স্বয়ং বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন এবং উক্ত দলের অন্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে।

আরও পড়ুন: কাল পর্যন্ত বন্ধ থাকবে ইসির নেটওয়ার্ক

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

মনোনয়ন বিষয়ে জানতে বিএনপিসহ ৪৪ দলকে ইসির চিঠি

আপডেট সময় : ০৩:৪৯:২৬ অপরাহ্ন, শনিবার, ১৮ নভেম্বর ২০২৩

নির্বাচন কমিশনে (ইসি) নিবন্ধিত ৪৪ টি দলকে চিঠি দিয়েছে ইসি। আগামী জাতীয় সংসদ নির্বাচনে কার সইয়ে মনোনয়ন দেয়া হবে, সে বিষয়ে জানতে চেয়ে বিএনপিসহ রাজনৈতিক দলগুলোকে চিঠি দিয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১৮ নভেম্বর) ইসি থেকে এই তথ্য জানা গেছে। এ ছাড়া, নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে জোটভুক্ত নির্বাচন ও দলীয় বা জোটের প্রার্থীর মনোনয়নের বিষয়ে জানাতে বিএনপিকে চিঠি দিয়েছে ইসি। যদিও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় সাজা ভোগ করছেন। অন্যদিকে বিএনপির বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কারাবন্দি।

বিএনপিকে দেয়া চিঠিতে ইসি উল্লেখ করেছে, গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২ এর ১২.(৩ক) দফা(২) এর অধীন প্রত্যেক মনোনয়নপত্রের সঙ্গে দলিলাদি সংযুক্ত করতে হবে। নিবন্ধিত রাজনৈতিক দলের পক্ষে সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী মাধ্যমে স্বাক্ষরিত এই মর্মে একটি প্রত্যয়নপত্র দিতে হবে। যে প্রার্থীকে উক্ত দলের পক্ষ হইতে মনোনয়ন দেয়া হয়েছে।

তবে শর্ত থাকে যে, কোনো নিবন্ধিত দলের পক্ষ হতে প্রাথমিকভাবে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া যাবে এবং একের অধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হলে হইলে তাহাদের প্রার্থিতা অনুচ্ছেদ ১৬ এর দফা (২) সাপেক্ষ হবে। ১৬.(২) যে ক্ষেত্রে কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের মাধ্যমে একাধিক প্রার্থীকে মনোনয়ন দেয়া হয়, সে ক্ষেত্রে দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা অনুরূপ পদধারী কোনো ব্যক্তি, থেকে স্বাক্ষরিত একটি লিখিত নোটিশ দিতে হয়।

আর প্রার্থিতা প্রত্যাহারের তারিখে বা এর পূর্বে, তিনি স্বয়ং বা ক্ষমতাপ্রাপ্ত কোনো ব্যক্তির মাধ্যমে রিটার্নিং অফিসারকে কোনো প্রার্থীর চূড়ান্ত মনোনয়ন সম্পর্কে অবহিত করবেন এবং উক্ত দলের অন্য প্রার্থীর প্রার্থিতা স্থগিত হবে।

আরও পড়ুন: কাল পর্যন্ত বন্ধ থাকবে ইসির নেটওয়ার্ক

/আবদুর রহমান খান/