ওবায়দুল কাদেরের বলেছেন
বিএনপির কর্মসূচিতে এখন নেতৃত্ব দেবেন কে?

- আপডেট সময় : ০২:৪৪:৫৪ অপরাহ্ন, সোমবার, ৩০ অক্টোবর ২০২৩ ৩৪ বার পড়া হয়েছে

অবরোধ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে তা নিয়ে প্রশ্ন তুলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, মির্জা ফখরুল জেলে অন্য নেতারা পালিয়ে, তাহলে এখন বিএনপির কর্মসূচিতে নেতৃত্ব দেবেন কে?
আজ সোমবার (৩০ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভায় এসব কথা বলেন তিনি। আওয়ামী লীগের নেতাদের সঙ্গে ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক, ঢাকা উত্তর-দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণের দলীয় সংসদ সদস্য এবং সব সহযোগী সংগঠনের সভাপতি-সাধারণ সম্পাদকের আজ যৌথসভা ডাকা হয়েছে।
ওবায়দুল কাদের এসময় আরও বলেন, পূর্বঘোষিত শান্তি সমাবেশ অব্যাহত থাকবে। বিএনপির অবরোধের সঙ্গে পাল্টা কোনো কর্মসূচি দেবে না সরকার।
আরও পড়ুন:
নেত্রকোনা জেলায় বিএনপির ৫০ নেতাকর্মী আটক
এম.নাসির/৩০