প্রধানমন্ত্রী বলেছেন
ক্ষমতা বড় না, আমার কাছে দেশের স্বার্থ বড়

- আপডেট সময় : ০২:৩১:৪৯ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

নরসিংদীর সুধী সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘দেশের সম্পদ বিক্রি করে ক্ষমতায় আসতে হবে এই দৈন্যতায় অন্তত বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা ভোগে না। ক্ষমতা বড় না, আমার কাছে দেশের স্বার্থ বড়।’
আজ রোববার (১২ নভেম্বর) নবনির্মিত ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন ও সুধী সমাবেশের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে উপস্থিত সবার কাছে প্রশ্ন রেখে তিনি বলেন, ‘আজ একটাবার চিন্তা করে দেখেন সেদিন যদি আমি গ্যাস বিক্রিতে রাজি হতাম তাহলে কি আজ এত বড় সার কারখানা করতে পারতাম? কিন্তু খালেদা জিয়া রাজি হয়ে গিয়েছিল। আমার কাছে ক্ষমতা বড় না, দেশের স্বার্থ বড়।’
এর আগে নরসিংদী জেলার ঘোড়াশাল-পলাশ ইউরিয়া সার কারখানা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দক্ষিণ এশিয়ার বৃহত্তম সার কারখানা এটি। উৎপাদন শুরু হলে আমাদের বিদেশ থেকে সার আমদানী করতে হবে না।
আরও পড়ুন: সার কারখানা উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী
এম.নাসির/১২