ঢাকা ১০:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

কারাগারে বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২২ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা মহানগর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী সন্দেহে গ্রেপ্তার হওয়া ৮৪১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন।

আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখার পাওয়া তথ্য অনুযায়ী- কদমতলীতে ৯, শ্যামপুরে ২১, উত্তরা পশ্চিমে তিন, ধানমন্ডিতে আট, হাজারীবাগে ছয়, বিমানবন্দরে এক, দক্ষিণ খানে সাত, কামরাঙ্গীরচরে চার, লালবাগে ছয়, বনানীতে আট, বাড্ডায় ছয়, ভাটারায় আট, শাহ আলীতে এক, দারুস সালামে ২৪, শাহজাহানপুরে ২৬, মতিঝিলে ছয়, পল্টনে ১৮৪, শাহবাগে দুই, রমনায় এক, রামপুরায় এক, সবুজবাগে আট, কলাবাগানে তিন, খিলক্ষেতে এক, ওয়ারীতে ২১, গেন্ডারিয়া ১৫, আদাবরে সাত, মোহাম্মদপুরে সাত, হাতিরঝিল ৫৩, তেজগাঁওয়ে এক, তেজগাঁও শিল্পাঞ্চলে এক, পল্লবীতে ২৩, কাফরুলে সাত, মিরপুরে ৬৬, শেরে বাংলায় এক, মুগদায় চার, খিলগাঁওয়ে ১২, যাত্রাবাড়ীতে ৫৭, ডেমরায় ২৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া সমাবেশের তারিখ ঘোষণার পর থেকে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

বিস্ফোরক মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী কারাগারে

এম.নাসির/২৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

কারাগারে বিএনপি-জামায়াতের ৮৪১ নেতাকর্মী

আপডেট সময় : ০৫:৪১:৪৯ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

ঢাকা মহানগর থেকে বিএনপি-জামায়াতের নেতাকর্মী সন্দেহে গ্রেপ্তার হওয়া ৮৪১ জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। এর মধ্যে ঢাকা মহানগর এলাকার ৫০টি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ৬৪৬ জন। এছাড়া সন্দেহভাজন হিসেবে ফৌজদারি কার্যবিধি ৫৫ ধারায় ১৭৮ জন এবং ঢাকা জেলার ছয়টি থানা এলাকা থেকে গ্রেপ্তার হয়েছেন ১৭ জন।

আজ শনিবার (২৮ অক্টোবর) ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সাধারণ নিবন্ধন শাখা থেকে এসব তথ্য পাওয়া গেছে।

কারাগারে যাওয়া ব্যক্তিদের মধ্যে বিএনপি-জামায়াতের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও সন্দেহভাজন ব্যক্তিরা রয়েছেন। গত ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন এলাকার অভিযান চালিয়ে এসব নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

আজ শনিবার তাদের ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) ও ঢাকার চিফ জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তদন্তকারী কর্মকর্তারা তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিভিন্ন থানার সাধারণ নিবন্ধন শাখার পাওয়া তথ্য অনুযায়ী- কদমতলীতে ৯, শ্যামপুরে ২১, উত্তরা পশ্চিমে তিন, ধানমন্ডিতে আট, হাজারীবাগে ছয়, বিমানবন্দরে এক, দক্ষিণ খানে সাত, কামরাঙ্গীরচরে চার, লালবাগে ছয়, বনানীতে আট, বাড্ডায় ছয়, ভাটারায় আট, শাহ আলীতে এক, দারুস সালামে ২৪, শাহজাহানপুরে ২৬, মতিঝিলে ছয়, পল্টনে ১৮৪, শাহবাগে দুই, রমনায় এক, রামপুরায় এক, সবুজবাগে আট, কলাবাগানে তিন, খিলক্ষেতে এক, ওয়ারীতে ২১, গেন্ডারিয়া ১৫, আদাবরে সাত, মোহাম্মদপুরে সাত, হাতিরঝিল ৫৩, তেজগাঁওয়ে এক, তেজগাঁও শিল্পাঞ্চলে এক, পল্লবীতে ২৩, কাফরুলে সাত, মিরপুরে ৬৬, শেরে বাংলায় এক, মুগদায় চার, খিলগাঁওয়ে ১২, যাত্রাবাড়ীতে ৫৭, ডেমরায় ২৭ জনকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানো হয়। এছাড়া সমাবেশের তারিখ ঘোষণার পর থেকে বিএনপির অনেক নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে।

আরও পড়ুন:

বিস্ফোরক মামলায় বিএনপির শতাধিক নেতাকর্মী কারাগারে

এম.নাসির/২৮