সংবাদ শিরোনাম ::
তফসিল ঘোষণা পর
কাকরাইলে ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক
- আপডেট সময় : ০৮:৩৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৬ বার পড়া হয়েছে

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই রাজধানীর কাকরাইল মোড়ে ৫টি ককটেলের বিস্ফোরণের ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আজ বুধবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
পল্টন মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন মিয়া বলেন, সন্ধ্যার দিকে কাকরাইল মোড়ে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে দুর্বৃত্তরা।
আমাদের ধারণা, যে দল অবরোধ কর্মসূচি দিয়েছে তারাই ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। সিসি ক্যামেরার ফুটেজ দেখে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।
এম.নাসির/১৫