ঢাকা ১১:০২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ভনকে কেন খুঁজছেন এক ভারতীয়?

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩ ২৬ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খুঁজতে শুরু করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর‍! টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড একই ফরম্যাটেই ধবলধোলাই হয়েছে বাংলাদেশের কাছে। প্রথমবারের মতো তারা টাইগারদের বিপক্ষে সিরিজ হারের পর হোয়াইটওয়াশও হয়েছে। যা স্বাভাবিকভাবেই চরম হতাশা উপহার দিয়েছে ইংলিশদের। জস বাটলারদের এই কঠিন সময়ে মুখে কুলুপ এটেছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ঠিক সেই পরিস্থিতিতেই সাবেক

মূলত ইংলিশদের লজ্জাজনক হারের দিনে তাকে খোঁচা দেওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি এই ভারতীয়। সে লক্ষ্যেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওয়াসিম জাফর টুইট করেছেন। এমনকি তিনি টাইগারদের অনুশীলন জার্সিও পরেছেন। জার্সি পরিহিত অবস্থায় একটি ছবি দিয়ে জাফর লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না।’

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে রয়েছেন জাফর। সাকিব আল হাসানদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ না থাকলেও তিনি বাংলাদেশ দলের সঙ্গেই আছেন। অন্যদিকে, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বর্তমানে ধারাভাষ্যে পরিচিত মুখ। ভারতসহ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশদের পারফরম্যান্স নিয়ে এখন পর্যন্ত তাকে কথা বলতে দেখা যায়নি। জাফরের সঙ্গেও তার কথার লড়াই অনেক পুরনো।

মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠার পর তিনি ধারাভাষ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন। দেশটির ঘরোয়া লিগের ম্যাচে ইয়র্কশায়ারের ক্রিকেটার রফিক ভনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। রফিকের অভিযোগ, ‌‘ভন বলেছিলেন, দলে তোমাদের মতো লোক খুব বেশি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’

রফিকের দাবি ২০০৯ সালে এই ঘটনাটি ঘটেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভন। তার বিরুদ্ধে সেই বিষয়ে তদন্ত চলছে।
একইসঙ্গে অভিযোগ উঠার পরই অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয় ভনকে। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা চলায় তিনি চাকরি হারিয়েছেন। এই কারণে তার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে বলে দাবি ভনের আইনজীবীর। যদিও জাফর সে সবের তোয়াক্কা করেননি। সুযোগ পেতেই তিনি খোঁচা দিলেন ভনকে।

এম.নাসির/১৫

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভনকে কেন খুঁজছেন এক ভারতীয়?

আপডেট সময় : ০৬:১৯:২৫ পূর্বাহ্ন, বুধবার, ১৫ মার্চ ২০২৩

স্পোর্টস ডেস্ক :

ইংলিশ অধিনায়ক মাইকেল ভনকে খুঁজতে শুরু করেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার ওয়াসিম জাফর‍! টি-টোয়েন্টির বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড একই ফরম্যাটেই ধবলধোলাই হয়েছে বাংলাদেশের কাছে। প্রথমবারের মতো তারা টাইগারদের বিপক্ষে সিরিজ হারের পর হোয়াইটওয়াশও হয়েছে। যা স্বাভাবিকভাবেই চরম হতাশা উপহার দিয়েছে ইংলিশদের। জস বাটলারদের এই কঠিন সময়ে মুখে কুলুপ এটেছেন সাবেক ইংলিশ ক্রিকেটাররা। ঠিক সেই পরিস্থিতিতেই সাবেক

মূলত ইংলিশদের লজ্জাজনক হারের দিনে তাকে খোঁচা দেওয়ার সুযোগটি হাতছাড়া করতে চাননি এই ভারতীয়। সে লক্ষ্যেই নিজের টুইটার অ্যাকাউন্ট থেকে ওয়াসিম জাফর টুইট করেছেন। এমনকি তিনি টাইগারদের অনুশীলন জার্সিও পরেছেন। জার্সি পরিহিত অবস্থায় একটি ছবি দিয়ে জাফর লেখেন, ‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‘হ্যালো মাইকেল ভন, অনেক দিন দেখা হচ্ছে না।’

বর্তমানে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের ব্যাটিং পরামর্শকের দায়িত্বে রয়েছেন জাফর। সাকিব আল হাসানদের সঙ্গে তার সরাসরি যোগাযোগ না থাকলেও তিনি বাংলাদেশ দলের সঙ্গেই আছেন। অন্যদিকে, সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন বর্তমানে ধারাভাষ্যে পরিচিত মুখ। ভারতসহ আন্তর্জাতিক ক্রিকেট নিয়ে তাকে সরব থাকতে দেখা যায়। তবে সাম্প্রতিক সময়ে ইংলিশদের পারফরম্যান্স নিয়ে এখন পর্যন্ত তাকে কথা বলতে দেখা যায়নি। জাফরের সঙ্গেও তার কথার লড়াই অনেক পুরনো।

মাইকেল ভনের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিযোগ উঠার পর তিনি ধারাভাষ্য থেকে কিছুটা দূরত্ব বজায় রেখেছেন। দেশটির ঘরোয়া লিগের ম্যাচে ইয়র্কশায়ারের ক্রিকেটার রফিক ভনের বিরুদ্ধে ওই অভিযোগ তোলেন। রফিকের অভিযোগ, ‌‘ভন বলেছিলেন, দলে তোমাদের মতো লোক খুব বেশি হয়ে যাচ্ছে, এটা নিয়ে কিছু একটা করতে হবে।’

রফিকের দাবি ২০০৯ সালে এই ঘটনাটি ঘটেছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছেন ভন। তার বিরুদ্ধে সেই বিষয়ে তদন্ত চলছে।
একইসঙ্গে অভিযোগ উঠার পরই অ্যাশেজের ধারাভাষ্য থেকে সরিয়ে দেওয়া হয় ভনকে। সাবেক এই অধিনায়কের বিরুদ্ধে মামলা চলায় তিনি চাকরি হারিয়েছেন। এই কারণে তার বেঁচে থাকা কঠিন হয়ে গেছে বলে দাবি ভনের আইনজীবীর। যদিও জাফর সে সবের তোয়াক্কা করেননি। সুযোগ পেতেই তিনি খোঁচা দিলেন ভনকে।

এম.নাসির/১৫