ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দৈনিক ইনকিলাব

- আপডেট সময় : ০৬:১৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০২৩ ২২ বার পড়া হয়েছে

গত ১২ অক্টোবর (বৃহস্পতিবার) ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির পৃষ্ঠপোষকতায় শুরু হয় ওয়ালটন-ডিআরইউ মিডিয়া কাপ ফুটবল। প্রথম ম্যাচে জয় পেয়েছিল অনলাইন নিউজ পোর্টাল জাগো নিউজ দল। ওই ম্যাচে দৈনিক আজকের পত্রিকাকে ২-০ গোলে হারিয়েছে শুভ সূচনা করে দলটি।
কিন্তু পরে দলটি ছিটকে পড়ে। ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট-২০২৩-এ চ্যাম্পিয়ন হয়েছে দৈনিক ইনকিলাব।
মঙ্গলবার (১৭ অক্টোবর) রাজধানীর পল্টনের শহীদ (ক্যাপ্টেন) এম. মনসুর আলী জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন চ্যানেল আইকে টাইব্রেকারে ৩-১ গোলের ব্যবধানে হারিয়ে শিরোপা অর্জন করে দলটি।
ফাইনালে দারুণ নৈপুণ্য দেখিয়ে ম্যাচসেরা পুরস্কার জিতে নেন ইনকিলাবের ফারুক হোসেন। টুর্নামেন্ট সেরার পুরস্কার উঠেছে চ্যানেল আইয়ের রাহুল রায়ের হাতে।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের উপদেষ্টা, চায়না-বাংলা সিরামিকসের ব্যবস্থাপনা পরিচালক এবং সাবেক সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লা।
ডিআরইউ-এর ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় সংগঠনের সভাপতি মুরসালীন নোমানীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল, টুর্নামেন্টের পৃষ্ঠপোষক ওয়ালটনের জ্যেষ্ঠ নির্বাহী কর্মকর্তা এফ এম ইকবাল বিন আনোয়ার (ডন), জাতীয় প্রেসক্লাবের সভাপতি ফরিদা ইয়াসমিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনূর বক্তব্য দেন।
উল্লেখ্য, দেশের ৫০টি গণমাধ্যম প্রতিষ্ঠান নিয়ে এবারের ওয়ালটন-ডিআরইউ মিডিয়া ফুটবল টুর্নামেন্ট শুরু হয়।
এএমএন/১৭