অনূর্ধ্ব-১৯
এশিয়া কাপে বাংলাদেশের অবস্থান কোথায়

- আপডেট সময় : ০২:১২:৪১ অপরাহ্ন, বুধবার, ১৫ নভেম্বর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের মাধ্যমে ২০২৩ ক্রিকেট বিশ্বকাপ ব্যর্থতার দায়ী কি হবে মছোন কিছুটা ?
চলমান ওয়ানডে বিশ্বকাপ শেষ না হতেই আরও একটি টুর্নামেন্ট শুরু হতে যাচ্ছে। ৮ ডিসেম্বর থেকে দুবাইয়ে শুরু হবে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ। সেই জন্যই বিশ্বকাপের মাঝেই অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের সূচি প্রকাশ করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল।
আট দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হবে এবারের যুব এশিয়া কাপ। গ্রুপ এ’তে রয়েছে ভারত, পাকিস্তান, আফগানিস্তান ও নেপাল। গ্রুপ বি’তে রয়েছে বাংলাদেশ, শ্রীলঙ্কা, আরব আমিরাত ও জাপান।
আসন্ন এই টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল নিজেদের প্রথম ম্যাচ ৯ ডিসেম্বর আরব আমিরাতের বিপক্ষে খেলবে। ১১ ডিসেম্বর জাপানের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ ও ১৩ ডিসেম্বর সর্বশেষ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশের যুবারা। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১১টায়।
আরও পড়ুন: চ্যাম্পিয়নস ট্রফিতে খেলবে যে ৮ দেশ