ইসলামী ব্যাংক চালু করলো, স্মার্ট পার্কিং কার্ড

- আপডেট সময় : ০৬:৫৫:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১৫ বার পড়া হয়েছে

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এর স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার ফি প্রদানের জন্য ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড নামে প্রিপেইড কার্ড চালু করেছে। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কে গাড়ি রাখা নিয়ন্ত্রণ ও পার্কিং সমস্যা সমাধানে অ্যাপভিত্তিক পার্কিং সেবা দিতে ‘স্মার্ট অন স্ট্রিট পার্কিং’ এর উদ্যোগ নিয়েছে-ডিএনসিসি।
সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, রাজধানীর গুলশানে ডিএনসিসি কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে স্মার্ট অন স্ট্রিট পার্কিং সেবার উদ্বোধন করেন। ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ম্যানেজিং ডিরেক্টর ও সিইও মুহাম্মদ মুনিরুল মওলাসহ ইসলামী ব্যাংক ও অন্য প্রতিষ্ঠানের ঊর্ধতন কর্মকর্তাবৃন্দ।
জানা গেছে, অন স্ট্রিট পার্কিং সার্ভিস সেবার ফি পরিশোধ করতে হবে অ্যাপের মাধ্যমে অথবা ব্যাংক কার্ড দিয়ে। এর অংশ হিসেবে ইসলামী ব্যাংক চালু করেছে, ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড। কোনো ব্যক্তি ইসলামী ব্যাংকের হিসাবধারী না হলেও ডিএনসিসি স্মার্ট পার্কিং কার্ড সংগ্রহ ও ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: এডিএন টেলিকম ও সিটি ব্যাংকের মধ্যে চুক্তি
– সংবাদ বিজ্ঞপ্তি
/আবদুর রহমান খান/