ইতিহাসের এই দিন,
শব্দের চেয়ে দ্রুতগতির উড়োজাহাজ
- আপডেট সময় : ১২:০৬:০৮ অপরাহ্ন, শনিবার, ১৪ অক্টোবর ২০২৩ ২৭ বার পড়া হয়েছে

উড়োজাহাজশিল্পে নতুন একটি রেকর্ড হয় ১৯৪৭ সালের ১৪ অক্টোবর। এদিন বেল এক্স-ওয়ান রকেটশক্তিচালিত একটি উড়োজাহাজ পরীক্ষামূলক যাত্রায় ঘণ্টায় ১ হাজার ১২৭ কিলোমিটার বা প্রতি ঘণ্টায় প্রায় ৭০০ মাইল বেগে ওড়ে। মার্কিন পাইলট চার্লস ইয়েগার উড়োজাহাজটি নিয়ন্ত্রণ করেন। এ যাত্রায় উড়োজাহাজটি শব্দের চেয়েও বেশি গতিতে উড়তে সক্ষম হয়। বিশ্বে মনুষ্যবাহী কোনো উড়োজাহাজের এত গতিতে উড়ে চলার ঘটনা এটাই প্রথম।
জিম হিনসের কীর্তি
কৃষ্ণাঙ্গ আমেরিকান অ্যাথলেট জিম হিনস। ১৯৬৮ সালের এদিনে নতুন একটি রেকর্ড যুক্ত হয় তাঁর ঝুলিতে। এদিন জিম ১০০ মিটার দৌড় শেষ করেন মাত্র ৯ দশমিক ৯৫ সেকেন্ডে। বিশ্বে প্রথম ব্যক্তি হিসেবে ১০ সেকেন্ডের কম সময়ে ১০০ মিটার দৌড় শেষ করেছিলেন জিম।
কিউবায় সোভিয়েত ক্ষেপণাস্ত্র
সময়টা ১৯৬২ সালের ১৪ অক্টোবর। কিউবার ক্ষেপণাস্ত্র-সংকট ঘিরে স্নায়ুযুদ্ধ তখন তুঙ্গে। যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ থেকে তোলা ছবিতে দেখা যায়, কিউবার ভূখণ্ডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে সোভিয়েত ইউনিয়ন। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ভূখণ্ডে সোভিয়েতের পারমাণবিক হামলার আশঙ্কা নতুন মাত্রা পায়।
সূত্র : ‘অন দিস ডে: আ হিস্ট্রি অব দ্য ওয়ার্ল্ড ইন ৩৬৬ ডেজ’
এএমএন/১৪