ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩, ১৬ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

বায়ুদূষণে শীর্ষে লাহোর, জরুরি অবস্থা জারি

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব জেলাগুলোতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এলাকাটি বায়ুদূষণে শীর্ষে অবস্থান করায় পরিস্থিতি বিবেচনায় সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চার দিন করা হয়েছে।

পাকিস্তানি স্থানীয় সরকার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

দেশটির মুখ্যমন্ত্রী বলেছেন, চলমান পরিস্থিতির উন্নত হওয়া না পর্যন্ত পাকিস্তান সরকার লাহোর ছাড়াও গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে।

তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে সতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানোসহ অন্যান্য যেসব কারণে বায়ুদূষণ হচ্ছে- তা খতিয়ে দেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থ ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে লাহোরে প্রবেশ করেছে, যেখানে কৃষকরা প্রতি বছর নভেম্বরের শুরুতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাবপ্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেস রোববার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও শনিবারও বন্ধ থাকবে।

খবরে বলা হয়েছে, লাহোরের বাতাসে বাতাসের গুণমান সূচক এয়ার ইনডেক্সের মাত্রা ৪০০-তে পৌঁছেছে। ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস লাহোর শহরে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে লাহোর।

আরও পড়ুন: ভয়াবহ বায়ুদূষণে বন্ধ দিল্লির সব প্রাইমারি স্কুল

সূত্র : আনাদোলু

এএমএন/০৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বায়ুদূষণে শীর্ষে লাহোর, জরুরি অবস্থা জারি

আপডেট সময় : ০২:৩৫:৪৮ অপরাহ্ন, বুধবার, ৮ নভেম্বর ২০২৩

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাজধানী লাহোর ও পার্শ্ববর্তী উত্তর-পূর্ব জেলাগুলোতে স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করেছে স্থানীয় সরকার। গতকাল মঙ্গলবার (৭ নভেম্বর) এলাকাটি বায়ুদূষণে শীর্ষে অবস্থান করায় পরিস্থিতি বিবেচনায় সাপ্তাহিক ছুটি বাড়িয়ে চার দিন করা হয়েছে।

পাকিস্তানি স্থানীয় সরকার কর্তৃপক্ষের বরাত দিয়ে এ খবর জানিয়েছে তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদোলু এজেন্সি।

দেশটির মুখ্যমন্ত্রী বলেছেন, চলমান পরিস্থিতির উন্নত হওয়া না পর্যন্ত পাকিস্তান সরকার লাহোর ছাড়াও গুজরানওয়ালা, হাফিজাবাদ এবং নানকানা সাহিব জেলায় স্বাস্থ্য জরুরি অবস্থা জারি করতে যাচ্ছে।

তিনি বলেন, প্রশাসন এরই মধ্যে সতর্কতা অবলম্বন করেছে এবং ফসল পোড়ানোসহ অন্যান্য যেসব কারণে বায়ুদূষণ হচ্ছে- তা খতিয়ে দেখে এর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হবে।

স্থানীয় আবহাওয়াবিদরা বলেছেন, ধোঁয়া এবং অন্যান্য দূষণকারী পদার্থ ভারতের পাঞ্জাবের জলন্ধর থেকে লাহোরে প্রবেশ করেছে, যেখানে কৃষকরা প্রতি বছর নভেম্বরের শুরুতে ফসলের অবশিষ্টাংশ পুড়িয়ে ফেলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের উত্তর-পূর্বাঞ্চলীয় পাঞ্জাবপ্রদেশের অন্তর্বর্তীকালীন মুখ্যমন্ত্রী মহসিন নকভি বলেন, এখন থেকে অফিস, স্কুল, কলেজ, সিনেমা, পার্ক এবং অন্যান্য পাবলিক প্লেস রোববার ছাড়াও পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বৃহস্পতি, শুক্র ও শনিবারও বন্ধ থাকবে।

খবরে বলা হয়েছে, লাহোরের বাতাসে বাতাসের গুণমান সূচক এয়ার ইনডেক্সের মাত্রা ৪০০-তে পৌঁছেছে। ১ কোটি ৪০ লাখ মানুষের বসবাস লাহোর শহরে। পাকিস্তানের দ্বিতীয় বৃহত্তম শহর লাহোর। নয়াদিল্লি ও ঢাকার পাশাপাশি বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর মধ্যে একটিতে পরিণত হয়েছে লাহোর।

আরও পড়ুন: ভয়াবহ বায়ুদূষণে বন্ধ দিল্লির সব প্রাইমারি স্কুল

সূত্র : আনাদোলু

এএমএন/০৮