ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার ইসরাইলি নির্দেশের সমালোচনা পুতিনের

- আপডেট সময় : ১১:০৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অক্টোবর ২০২৩ ২৪ বার পড়া হয়েছে

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, গাজা ঐতিহাসিকভাবে ফিলিস্তিনিদের ভূমি। ফিলিস্তিনিদের গাজা ছেড়ে যাওয়ার ইসরাইলি নির্দেশ সমালোচনা করেন তিনি। পুতিন বলেন, এমন পদক্ষেপের মধ্য দিয়ে শান্তি অর্জন সম্ভব নয়। কারণ এ খবর দিয়েছে মিডল ইস্ট মনিটর।
খবরে জানানো হয়, ২৪ ঘণ্টার মধ্যে গাজা শহরের বাসিন্দাদের দক্ষিণ দিকে সরে যেতে বলেছে ইসরাইল। গাজায় সর্বাত্মক আক্রমণের প্রস্তুতি নিচ্ছে দেশটি। এমন অবস্থায় সেখানে থাকা মিলিয়ন মিলিয়ন ফিলিস্তিনিদের গাজা ছেড়ে মিশরের সিনাই উপত্যকায় আশ্রয় নিতে হতে পারে। কিন্তু ফিলিস্তিনিদের এভাবে গাজা ছাড়তে চাপ প্রয়োগের সমালোচনা করেছেন পুতিন। তিনি বলেন, বিষয়টি মূল্যায়ন করা কঠিন। এটি সেই ভূমি যেখানে ফিলিস্তিনিরা বাস করে। ঐতিহাসিকভাবে গাজা তাদের ভূমি।
যে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার কথা বলা হয়, গাজা তার অংশ। আমার মতে, ইসরাইলের এমন পদক্ষেপ শান্তি অর্জন করতে পারবে না।