গাজায় নিহত বেড়ে ৩ হাজার ৩শ’

- আপডেট সময় : ০৯:১৩:১৮ অপরাহ্ন, বুধবার, ১৮ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

গাজায় নিহতের সংখ্যা বাড়ছে
ইসরাইলি বাহিনীর নির্বিচার হামলায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় নিহত বেড়ে ৩ হাজার ৩০০ হয়েছে।
গতকাল মঙ্গলবার স্থানীয় সময় রাতে গাজার আল-আহলি আল-আরাবি হাসপাতালে
বিমান হামলায় অনন্ত ৫০০ জন নিহত হয়েছে। এছাড়া, বহু মানুষ আহত হওয়ার পাশাপাশি অসংখ্য লোক
ধ্বংস্তুপের নিচে পড়ে রয়েছে। ফলে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এদিকে, গত ১১ দিন ধরেই চলছে ইসরায়েল-হামাস যুদ্ধ। আজ বুধবার (১৮ অক্টোবর) এই যুদ্ধ পরিস্থিতি ১২তম দিনে পৌঁছেছে।
ইসরাইলের উপর গত ৬ অক্টোবর (শুক্রবার) রাতে হামলা চালায় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।
এর পর থেকেই গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলি বাহিনী।
আল-জাজিরার সংবাদ
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে।
ফিলিস্তিনি স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, গাজায় নিহত সংখ্যা এখন ৩ হাজার ৩০০ জনে দাঁড়িয়েছে।
এছাড়া গত ৭ অক্টোবর থেকে ১৩ হাজারের বেশি মানুষ আহত হয়েছেন।
অধিকৃত পশ্চিম তীরে কমপক্ষে ৬১ জন ফিলিস্তিনি নিহত এবং ১২৫০ জনের বেশি আহত হয়েছেন।
অন্যদিকে হামাসের হামলায় ইসরাইলে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৪০০। এ ছাড়া আহত হয়েছে ৩ হাজার ৫০০।
এছাড়াও অধিকৃত পশ্চিম তীর থেকে অন্তত ৬৫ ফিলিস্তিনিকে আটক করেছে ইসরাইলি বাহিনী
ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, অধিকৃত পশ্চিম তীরে ইসরাইলি বাহিনী ৬৫ ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে।
এ নিয়ে গত ৭ অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরাইলি বাহিনীর হাতে আটক ফিলিস্তিনিদের মোট সংখ্যা বেড়ে ৭৫০ জনে পৌঁছেছে।
তবে সংগঠনগুলো প্রকৃত সংখ্যা নিশ্চিত করতে না পারায় গাজা থেকে আটক ফিলিস্তিনিদের সংখ্যা নিশ্চিত করা যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
উল্লেখ্য, গত ৬ অক্টোবর (শুক্রবার) রাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে
একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস।
হামাস বাহিনীর প্রতিরোধে শনিবার (৭ অক্টোবর) বিপুল সংখ্যক সৈন্য জড়ো করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।
এর পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলের সেনাবাহিনী।
অন্যদিকে ইসারয়েলি বাহিনীর উপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস।
এর পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রাখে ইসরায়েলের সেনাবাহিনী।
অন্যদিকে ইসারয়েলি বাহিনীর উপর পাল্টা হামলা অব্যাহত রেখেছে হামাস।
সূত্র : আল জাজিরা
এএমএন/১৮