ঢাকা ১০:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিল হামাস

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট সময় : ০৩:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ২২ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তৃতীয় সপ্তাহ ছাড়িয়েছে ইসরায়েল-হামাস সংঘাত। গত ২১ দিন ধরেই চলছে টানা হামলা-পাল্টা হামলা। এই যুদ্ধ পরিস্থিতি আজ ২২তম দিনে পৌঁছেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন জোরদার করার জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে ‘পুরো শক্তি’দিয়ে হামলার মোকাবিলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস।

সংগঠনটি আরও বলছে, ইসরাইল গাজায় তীব্র আক্রমণ চালনোর পর হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এদিকে রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে গাজায় পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।

ফলে হামাস ইসরাইল সংঘাত শুরুর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা থামছেই না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর (শুক্রবার) দিনগত ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস। এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে।

হামাস বাহিনীর প্রতিরোধে শনিবার (৭ অক্টোবর) বিপুল সংখ্যক সৈন্য জড়ো করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ওই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

সূত্র : রয়টার্স

এএমএন/২৮

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ইসরাইলকে দাঁতভাঙা জবাব দেওয়ার ঘোষণা দিল হামাস

আপডেট সময় : ০৩:২০:৪০ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩

তৃতীয় সপ্তাহ ছাড়িয়েছে ইসরায়েল-হামাস সংঘাত। গত ২১ দিন ধরেই চলছে টানা হামলা-পাল্টা হামলা। এই যুদ্ধ পরিস্থিতি আজ ২২তম দিনে পৌঁছেছে। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলের আগ্রাসন জোরদার করার জবাবে পাল্টা হামলার ঘোষণা দিয়েছে হামাস।

শনিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, গাজায় ইসরাইলের সামরিক বাহিনী আক্রমণের পূর্ণাঙ্গ জবাব দিতে ‘পুরো শক্তি’দিয়ে হামলার মোকাবিলা করতে প্রস্তুত বলে দাবি করেছে হামাস।

সংগঠনটি আরও বলছে, ইসরাইল গাজায় তীব্র আক্রমণ চালনোর পর হামাস যোদ্ধারা সীমান্তবর্তী অঞ্চলে ইসরাইলি সেনাদের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়েছে।

এদিকে রাতভর স্থল ও আকাশপথে বিরামহীন গোলা বর্ষণের ফলে গাজায় পুরোপুরি ব্ল্যাকআউট চলছে। ভেঙে পড়েছে টেলিফোন ও ইন্টারনেট যোগাযোগ ব্যবস্থা।

ফলে হামাস ইসরাইল সংঘাত শুরুর তিন সপ্তাহ পেরিয়ে গেলেও ফিলিস্তিনের গাজায় ইসরাইলের হামলা থামছেই না।

উল্লেখ্য, গত ৬ অক্টোবর (শুক্রবার) দিনগত ভোররাতে গাজা উপত্যকা থেকে ইসরায়েলে হামলা চালায় হামাস। এ হামলায় গাজা উপত্যকা থেকে ইসরায়েলের বিভিন্ন সামরিক-বেসামরিক স্থাপনা লক্ষ্য করে একের পর এক রকেট ছোড়া শুরু করে হামাস। এখন পর্যন্ত হামাসের হামলায় এক হাজার ৪০০ ইসরাইলি নিহত হয়েছে।

হামাস বাহিনীর প্রতিরোধে শনিবার (৭ অক্টোবর) বিপুল সংখ্যক সৈন্য জড়ো করে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী। এর পর থেকে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাসের ওই হামলার জবাবে গাজায় অবিরাম বিমান হামলা চালাচ্ছে ইসরাইল।

সূত্র : রয়টার্স

এএমএন/২৮