ঢাকা ০৮:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

অক্সিজেন তৈরির অণু পাওয়া গেলো মঙ্গলে

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩ ১২ বার পড়া হয়েছে

ফাইল ফটো

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মঙ্গল গ্রহে কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি রোবট এমন একটি সংশ্লেষিত যৌগ আবিষ্কার করেছে, যা পানি থেকে অক্সিজেন তৈরি করতে পারে। স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে ওই যৌগ আবিষ্কার করেছে রোবটটি।

জানা গেছে, নতুন আবিষ্কারের বিষয়টি গবেষণাভিত্তিক নেচার সিন্থেসিস জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, নতুন এ আবিষ্কারটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশন চালাতে সাহায্য করবে। কারণ সে সময় নভোচারীদের শ্বাস-প্রশ্বাসের জন্যই শুধু নয়, রকেট প্রপেলান্ট হিসেবে ব্যবহারের জন্যও অক্সিজেনের প্রয়োজন হবে।

স্পেস ডটকমের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে জমাটবদ্ধ পানির মজুত আবিষ্কার করেছেন বিজ্ঞানী। এর মধ্যে পানি থেকে অক্সিজেন তৈরির অণু আবিষ্কারের ঘটনাটি মঙ্গল মিশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলগ্রহের যে উল্কাপিণ্ডের ওপর পরীক্ষাটি চালানো হয়- সেটি মহাজাগতিক প্রভাবের কারণে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে।

লেজার ব্যবহার করে শিলাগুলো স্ক্যান করার পর এআই রোবট ৩৭ লাখের বেশি অণু গণনা করে ও ২৪৩টি সংশ্লেষণের মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফলটি পেয়েছে। আর এই ফল বের করতে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা ছয় সপ্তাহ ধরে কাজ করে ওই রোবট।

স্পেস ডটকম বলেছে, রোবট রসায়নবিদের আবিষ্কার করা যৌগটি পানিকে বিভক্ত করে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। তাছাড়া রোবটের আবিষ্কৃত এই যৌগ মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পানিকে বিভক্ত করতে পারে, যা মঙ্গল গ্রহের স্বাভাবিক তাপমাত্রা।

 

আরকে/১৬

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

অক্সিজেন তৈরির অণু পাওয়া গেলো মঙ্গলে

আপডেট সময় : ০৮:২৩:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ নভেম্বর ২০২৩

মঙ্গল গ্রহে কৃত্রিম বুদ্ধিমত্তায় চালিত একটি রোবট এমন একটি সংশ্লেষিত যৌগ আবিষ্কার করেছে, যা পানি থেকে অক্সিজেন তৈরি করতে পারে। স্পেস ডটকমের এক প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গল গ্রহের একটি উল্কাপিণ্ড বিশ্লেষণ করে ওই যৌগ আবিষ্কার করেছে রোবটটি।

জানা গেছে, নতুন আবিষ্কারের বিষয়টি গবেষণাভিত্তিক নেচার সিন্থেসিস জার্নালে প্রকাশিত হয়েছে। বিজ্ঞানীরা দাবি করেছেন, নতুন এ আবিষ্কারটি ভবিষ্যতে মঙ্গল গ্রহে মিশন চালাতে সাহায্য করবে। কারণ সে সময় নভোচারীদের শ্বাস-প্রশ্বাসের জন্যই শুধু নয়, রকেট প্রপেলান্ট হিসেবে ব্যবহারের জন্যও অক্সিজেনের প্রয়োজন হবে।

স্পেস ডটকমের প্রতিবেদন থেকে জানা গেছে, সম্প্রতি মঙ্গল পৃষ্ঠে জমাটবদ্ধ পানির মজুত আবিষ্কার করেছেন বিজ্ঞানী। এর মধ্যে পানি থেকে অক্সিজেন তৈরির অণু আবিষ্কারের ঘটনাটি মঙ্গল মিশনে নতুন মাত্রা যোগ করবে বলে আশা করা হচ্ছে।

মঙ্গলগ্রহের যে উল্কাপিণ্ডের ওপর পরীক্ষাটি চালানো হয়- সেটি মহাজাগতিক প্রভাবের কারণে বিস্ফোরিত হয়ে পৃথিবীতে এসে পড়েছে।

লেজার ব্যবহার করে শিলাগুলো স্ক্যান করার পর এআই রোবট ৩৭ লাখের বেশি অণু গণনা করে ও ২৪৩টি সংশ্লেষণের মাধ্যমে আশাব্যঞ্জক ফলাফলটি পেয়েছে। আর এই ফল বের করতে কোনো মানুষের হস্তক্ষেপ ছাড়াই টানা ছয় সপ্তাহ ধরে কাজ করে ওই রোবট।

স্পেস ডটকম বলেছে, রোবট রসায়নবিদের আবিষ্কার করা যৌগটি পানিকে বিভক্ত করে অক্সিজেন ও হাইড্রোজেন গ্যাস তৈরি করার ক্ষেত্রে অনুঘটক হিসেবে কাজ করে। তাছাড়া রোবটের আবিষ্কৃত এই যৌগ মাইনাস ৩৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাতেও পানিকে বিভক্ত করতে পারে, যা মঙ্গল গ্রহের স্বাভাবিক তাপমাত্রা।

 

আরকে/১৬