সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

- আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায়, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।
২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।
দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১ মাসের কারাভোগ করতে হবে এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ২ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।
মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।
আরও পড়ুন: নীরবসহ বিএনপির ৭ নেতার কারাদণ্ড
/আবদুর রহমান খান/