ঢাকা ০৯:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩ ৩২ বার পড়া হয়েছে

আদালত

নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায়, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১ মাসের কারাভোগ করতে হবে এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ২ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

আরও পড়ুন: নীরবসহ বিএনপির ৭ নেতার কারাদণ্ড

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সোহেলসহ বিএনপির ১৪ নেতাকর্মীর কারাদণ্ড

আপডেট সময় : ০৩:৩৭:১১ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০২৩

বিএনপির যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেলসহ ১৪ জনকে, পুলিশের ওপর হামলা ও দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায়, রাজধানীর নিউমার্কেট থানার মামলায় ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

২০ নভেম্বর ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতাউল্লাহ আসামিদের অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামিরা পলাতক থাকায় তাদের বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত।

দণ্ডবিধির ১৪৩ ধারায় আসামিদের ৬ মাসের কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ১ মাসের কারাভোগ করতে হবে এবং দণ্ডবিধির ৩২৩ ধারায় ১ বছরের কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে তাদের আরও ২ মাসের কারাভোগ করতে হবে বলে রায়ে উল্লেখ করেন বিচারক।

মামলা সূত্রে জানা যায়, ২০১৫ সালের বিএনপির হরতাল অবরোধ চলাকালে নিউমার্কেটের ৪নং গেটে পুলিশের কাজে বাধা প্রদান করেন আসামিরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন তারা। এ ঘটনায় নিউমার্কেট থানা পুলিশ বাদী হয়ে একটি মামলা করেন। তদন্ত শেষে সোহেলসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করে পুলিশ।

আরও পড়ুন: নীরবসহ বিএনপির ৭ নেতার কারাদণ্ড

/আবদুর রহমান খান/