ঢাকা ১০:২২ অপরাহ্ন, শুক্রবার, ০৮ ডিসেম্বর ২০২৩, ২৪ অগ্রহায়ণ ১৪৩০ বঙ্গাব্দ

শাহিন হত্যা মামলার চার্জশিটেও নারাজি দেবেন বাদী

আদালত প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩ ১২ বার পড়া হয়েছে
নিউজ ফর জাস্টিস অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ, ১৬ জনকে আসামি করে দেয়া সম্পূরক চার্জশিটে ফের নারাজি দেবেন মামলার বাদী আকলিমা বেগম। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে কুপিয়ে শাহিন উদ্দিনকে হত্যায় দায়ের করা মামলা এটি। ২০২১ সালের ১৬ মে হত্যাকাণ্ডের পর ওই রাতেই সাবেক এমপি আউয়ালসহ ২০ জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন, নিহতের মা আকলিমা বেগম।

১২ অক্টোবর, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার বাদী আকলিমা বেগম ফের নারাজি দেবেন জানিয়ে সময়ের আবেদন করেন। তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখায় এ সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক মনির হোসেন।

অন্য আসামিরা হলেন-আবু তাহের, সুমন বেপারী, মুরাদ হোসেন, টিটি শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া সুমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নুর মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন ওরফে ইকবাল নুর, শরিফ, তৌকিরুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুন অর রশীদ ওরফে হারুন ও প্রতীক আহম্মেদ সজীব। আসামিদের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/আবদুর রহমান খান/

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

শাহিন হত্যা মামলার চার্জশিটেও নারাজি দেবেন বাদী

আপডেট সময় : ০৮:৩০:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ অক্টোবর ২০২৩

লক্ষ্মীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান এম এ আউয়ালসহ, ১৬ জনকে আসামি করে দেয়া সম্পূরক চার্জশিটে ফের নারাজি দেবেন মামলার বাদী আকলিমা বেগম। উল্লেখ্য, রাজধানীর পল্লবীতে নিজ সন্তানের সামনে কুপিয়ে শাহিন উদ্দিনকে হত্যায় দায়ের করা মামলা এটি। ২০২১ সালের ১৬ মে হত্যাকাণ্ডের পর ওই রাতেই সাবেক এমপি আউয়ালসহ ২০ জনকে আসামি করে পল্লবী থানায় হত্যা মামলা দায়ের করেন, নিহতের মা আকলিমা বেগম।

১২ অক্টোবর, ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালতে এ মামলার সম্পূরক চার্জশিট গ্রহণের জন্য দিন ধার্য ছিল। এ দিন মামলার বাদী আকলিমা বেগম ফের নারাজি দেবেন জানিয়ে সময়ের আবেদন করেন। তার সময়ের আবেদন মঞ্জুর করে আগামী ১৩ নভেম্বর পরবর্তী শুনানির জন্য নতুন দিন ধার্য করেন আদালত।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক সেলিম রেজা বিষয়টি জানিয়েছেন।
এর আগে, গত ১৭ সেপ্টেম্বর ঢাকার চিফ মেট্রোপলিটন আদালতের পল্লবী থানার সাধারণ নিবন্ধন শাখায় এ সম্পূরক চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা পিবিআই পুলিশের পরিদর্শক মনির হোসেন।

অন্য আসামিরা হলেন-আবু তাহের, সুমন বেপারী, মুরাদ হোসেন, টিটি শেখ ওরফে টিটু, গোলাম কিবরিয়া খান, ইব্রাহিম সুমন ওরফে বাওয়া সুমন, শফিকুল ইসলাম ওরফে শফিক, রকি তালুকদার ওরফে রকি, নুর মোহাম্মদ হাসান, ইকবাল হোসেন ওরফে ইকবাল নুর, শরিফ, তৌকিরুল ইসলাম ওরফে ইমন, তুহিন মিয়া, হারুন অর রশীদ ওরফে হারুন ও প্রতীক আহম্মেদ সজীব। আসামিদের মধ্যে ৯ জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

/আবদুর রহমান খান/