বিচারপতি আবদুর রশিদের জানাজা ও দাফন সম্পন্ন

- আপডেট সময় : ০৬:৪৭:৫১ অপরাহ্ন, শনিবার, ২৮ অক্টোবর ২০২৩ ১৯ বার পড়া হয়েছে

আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদের জানাজা সম্পন্ন হয়েছে। শুক্রবার বেলা ১১টায় সুপ্রিম কোর্টের ইনার গার্ডেনে তার জানাজা অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, সাবেক প্রধান বিচারপতি মোজাম্মেল হোসেন, সাবেক প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, সাবেক প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, আপিল ও হাইকোর্ট বিভাগের বিচারপতিবৃন্দ, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, সুপ্রিম কোর্ট বার সভাপতি মো. মোমতাজ উদ্দিন ফকিরসহ আইনজীবী ও তার শুভাকাঙ্ক্ষীরা জানাজায় অংশগ্রহণ করেন।
জানাজা শেষে বিচারপতি মো. আবদুর রশিদের কফিনে ফুল দিয়ে সুপ্রিম কোর্ট, অ্যাটর্নি জেনারেল কার্যালয়, সুপ্রিম কোর্ট বারের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়। এরপর আজিমপুর কবরস্থানে তাকে দাফন করা হয়। বিচারপতি মো. আবদুর রশিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান।
উল্লেখ্য, গত ২৪ অক্টোবর আইন কমিশনের সাবেক চেয়ারম্যান ও সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি মো. আবদুর রশিদ মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহির রাজিউন)। তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন:
প্রধান বিচারপতি হাইকোর্টের ৫২ বেঞ্চ পুনর্গঠন করলেন
/আবদুর রহমান খান/